সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের ক্ষেত্রে নতুন দিকনির্দেশনা জারি করেছে সরকার। এখন থেকে সরকারি সফরে কর্মকর্তারা তাদের স্বামী/স্ত্রী বা সন্তানদের সফরসঙ্গী হিসেবে নিতে পারবেন না। একই সঙ্গে কোনো ঠিকাদার বা সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থায়নেও বিদেশ ভ্রমণ করা যাবে না।
গত ২৩ মার্চ প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়ার স্বাক্ষরিত একটি পরিপত্রে এ নির্দেশনা জারি করা হয়। যদিও বিষয়টি সম্প্রতি প্রকাশ্যে আসে।
পরিপত্রটি মন্ত্রিপরিষদ বিভাগসহ সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিবদের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়, সরকারি কর্মকর্তারা কোনো ঠিকাদার বা সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থায়নে বিদেশ ভ্রমণ করতে পারবেন না। পাশাপাশি, উপদেষ্টা বা সিনিয়র সচিব ও সচিবদের একান্ত সচিব বা সহকারী একান্ত সচিবরা জরুরি প্রয়োজন ছাড়া সহযাত্রী হিসেবে বিদেশ সফরে যেতে পারবেন না।
সরকারি সফরে ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে কাউকে সঙ্গে নেওয়ার সুযোগ না থাকলেও এর আগে এ ধরনের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছিল। তাই প্রধান উপদেষ্টার কার্যালয়ের জারি করা পূর্ববর্তী পরিপত্র অনুসরণ করে এ নির্দেশনা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের বলা হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC