রবিবার ৩ আগস্ট, ২০২৫

সমাবেশ ও কর্মব্যস্ত দিনে যানজটে স্থবির রাজধানী

ছবি: সংগৃহীত

সপ্তাহের প্রথম কর্মদিবস, একাধিক রাজনৈতিক কর্মসূচির কারণে আজ রোববার (৩ আগস্ট) রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে।

সকাল থেকেই প্রধান সড়কগুলোতে গাড়ির দীর্ঘ সারি, ধীরগতির যান চলাচল এবং বাসস্টপগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জারি করা গণবিজ্ঞপ্তি অনুসারে, ছাত্রদলের ‘ছাত্র সমাবেশ’ (শাহবাগ) এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই ঘোষণাপত্র ও সনদ’ বিষয়ক জনসমাবেশ (শহীদ মিনার) এর কারণে ট্রাফিক ব্যবস্থাপনায় কিছু পরিবর্তন আনা হয়। একই সাথে সোহরাওয়ার্দী উদ্যানে সাইমুম শিল্পী গোষ্ঠীর ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠানও রাস্তায় চাপ বাড়াতে ভূমিকা রাখে।

এই তিনটি কর্মসূচির কারণে সকাল থেকে শাহবাগ, শহীদ মিনার এবং সোহরাওয়ার্দী উদ্যানমুখী রাস্তাগুলোতে যান চলাচল সীমিত করে ডিএমপি। ফলে সকাল ৮:৩০ থেকে ৯:০০ টার মধ্যে শ্যামলী, কল্যাণপুর, ফার্মগেট, শাহবাগ ও আজিমপুরের মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে গাড়ির জট তৈরি হয়।

যানজটের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। গণপরিবহনে জায়গা না পেয়ে অনেকে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে বাধ্য হন। বেসরকারি চাকরিজীবী শামীম হোসেন শ্যামলী বাস কাউন্টারে দাঁড়িয়ে জানান, “বাসে জায়গা নেই, উঠলেও কখন গন্তব্যে পৌঁছাব, তার কোনো নিশ্চয়তা নেই।”

একইভাবে, সিএনজি চালক আলমগীর তার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে জানান, “টেকনিক্যাল থেকে শ্যামলী আসতেই ৩৫ মিনিট লেগেছে, যেখানে সাধারণত ১০ মিনিটই যথেষ্ট।”

যানজট নিরসনে ডিএমপি বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শ দিলেও, একসঙ্গে এতগুলো কারণে সৃষ্ট চাপ সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে।

আরও পড়ুন