ফেব্রুয়ারি ২১, ২০২৫

শুক্রবার ২১ ফেব্রুয়ারি, ২০২৫

সমাজ ও রাষ্ট্র পরিবর্তনে দ্বীনি শিক্ষা প্রয়োজন—ড. এডভোকেট মোবারক হোসাইন

Rising Cumilla - Religious education is necessary to change society and the state—Dr. Advocate Mubarak Hossain
ছবি: প্রতিনিধি

একজন মুসলিম হিসাবে ইসলামি সমাজ বিনির্মাণ আমাদের জন্য অতিব জরুরি। কারন ইসলামিক অনুশাসন মেনে চলতে সহায়ক হয়। সমাজ ও রাষ্ট্র পরিবর্তনে দ্বীনি শিক্ষা প্রয়োজন। ইসলামি সমাজ ব্যবস্থাতে থাকবে কোরআনের শাসন। সবকিছুর ফায়সালা কোরআন অনুযায়ী হবে। ঈমানের পরে যদি আমরা সৎকর্ম করতে পারি তাহলে অবশ্যই ইসলামি সমাজ প্রতিষ্ঠিত হবে এবং এর পরেই মহান আল্লাহতায়ালা তার বান্দাদের প্রতিনিধিত্ব করার সুযোগ করে দেবেন। আমরা যদি ইসলামি সমাজব্যবস্থা পেতে চাই, তাহলে ইসলামিক রীতি-নিয়ম মেনে চলতে হবে।

সোমবার (১৭ ফেব্রুয়ারী) দুপুরে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের বালিনা ইসলামিয়া আলিম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে দিনের বেলায় ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় ইসলামী ছাত্রশিবির সাবেক সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সূরা ও কর্মপরিষদ সদস্য, বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান ডক্টর এডভোকেট মোবারক হোসাইন এসব কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, ইসলামী শাসন ব্যবস্থা একটি জাতির মুক্তির পথ। তাই ইসলামী জীবন গঠন করতে হবে।

অত্র মাহফিলে আলহাজ্ব হযরত মাওলানা আব্দুছ ছালাম ভূইয়া এর সভাপতিত্বে ও মাদ্রাসার অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম এর পরিচালনায় প্রধান মেহমান ছিলেন মোঃ আরিফুল হক ভূঁইয়া। মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মুফতি গোলাম ছাদেক চৌধুরী এর সার্বিক তত্ত্বাবধানে প্রধান বক্তা ছিলেন নাগাইশ দরবার শরীফ এর পীর হযরত মাওলানা মোশতাক ফয়েজী।

মাহফিল এন্তেজামিয়া কমিটির সভাপতি হাজী মো. মাসুদ আলম এর সভাপতিত্বে বিশেষ বক্তা ছিলেন হযরত মাওলানা ওবাইদুস সোবহান মামুন সাঈদী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার শরীফ উদ্দিন, মোঃ সোহেল আলম, গাজী মোঃ হেলাল উদ্দিন, মোঃ আশিকুর রহমান। সবশেষে দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে মাহফিল সমাপ্তি হয়।