ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খানের ২৬ বছরের ক্যারিয়ার। গত ১১ বছরে তার এই পথচলায় সাফল্য ও ব্যর্থতা দুটোই আছে। সেই সময়কার স্মৃতিচারণ করে বুধবার (৩ সেপ্টেম্বর) শাকিব খান তার ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দুটি ছবি পোস্ট করেছেন, যা ‘দেন এন্ড নাউ’ ট্রেন্ড হিসেবে পরিচিতি পেয়েছে।
শাকিব খানের এই পোস্টের প্রথম ছবিটি তার ১১ বছর আগেকার ‘লাভ আজকাল’ সিনেমার লুক, যেখানে তাকে সুদর্শন ও রোমান্টিক এক চেহারায় দেখা যায়। দ্বিতীয় ছবিতে রয়েছে তার সাম্প্রতিক সময়ের একটি লুক, যা তার বর্তমান ব্যক্তিত্ব ও পরিপক্বতার প্রতিফলন। এই দুটি ছবি দিয়ে তিনি নিজের দীর্ঘ ক্যারিয়ারের পরিবর্তনকে তুলে ধরেছেন।
ছবি দুটি শেয়ার করে শাকিব খান লিখেছেন, 'গত ১১ বছরে শেখা, উত্থান-পতন প্রতিটি অধ্যায় আমাকে শক্তিশালী করেছে।'
শাকিব খানের এই দীর্ঘ পথচলা সহজ ছিল না। প্রায় দুই দশক ধরে তিনি বাংলা সিনেমাকে শাসন করছেন। পোস্টে সেই প্রসঙ্গে তিনি বলেন, 'হার মানিনি, কারণ প্রতিটা ভুল আমাকে শিখিয়েছে। পিছিয়ে পড়িনি, কারণ প্রতিটা ব্যর্থতা আমাকে গড়ে তুলেছে।'
তিনি আরও লেখেন, 'যখন দুনিয়া বলেছে ‘পারবে না’, আমি বলেছি ‘দেখে নিও’। সময় বারবার পরীক্ষা নিয়েছে, কিন্তু আমি থামিনি।'
করোনা-পরবর্তী সময়ে শাকিব খানকে দর্শকরা নতুন এক রূপে দেখতে পেয়েছেন। অনেকেই তাকে ‘শাকিব খান ২.০’ হিসেবে অভিহিত করেন। ২০২৩ সালে হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে তিনি একক পর্দার পাশাপাশি সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্সের দর্শকদের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেন। এরপর তার অভিনীত ‘প্রিয়তমা’, ‘তুফান’ এবং সর্বশেষ ‘বরবাদ’ সিনেমাগুলো একের পর এক সাফল্য অর্জন করে। এই সিনেমাগুলো শুধু দেশেই নয়, 'ওভারসিজ' মার্কেটেও বাংলা সিনেমার নতুন দিগন্ত উন্মোচন করেছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC