সোমবার ১১ আগস্ট, ২০২৫

সময় গেলে সাধন হবে না—চিরসত্য বচন

লেখক: ঊর্মি আক্তার

সময় গেলে সাধন হবে না—চিরসত্য বচন
সময় গেলে সাধন হবে না—চিরসত্য বচন/ছবি: সংগৃহীত

সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না প্রাচীন প্রবাদ এটি। মানুষের হারানো সম্পদ ফিরে পাওয়া যায় কিন্তু হারানো সময় ফিরে পাওয়া সম্ভব না। এজন্য মানব জীবনের সময়ের গুরুত্ব অনস্বীকার্য। জীবনে সাফল্য লাভ করতে হলে সময়ের যথাযথ মূল্য দেওয়া অতি জরুরি। পৃথিবীখ্যাত দার্শনিকদের জীবনী পর্যালোচনা করলে দেখা যায় , তারা সময়ের যথাযথ ব্যবহার করতেন।

আমাদের প্রত্যেকের সময় ব্যবস্থাপনা সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকা আবশ্যক। বর্তমান যুগে সফলতার হাতিয়ারগুলোর মধ্যে সময় ব্যবস্থাপনা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একবার সময়ের সদ্ব্যবহার করতে না পারলে পুনরায় সেই সময় আর ফিরে পাওয়া যায় না ।

যেমন প্রবাহমান পানির মধ্যে দুইবার গোসল করা সম্ভব নয়। পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে কিনা সময়ের স্রোতকে বেঁধে রাখবে। তাই আমাদের কোন কাজ ফেলে রাখা উচিত নয়। যে ব্যক্তি সময়ের গুরুত্ব দিতে জানে না, সে কখনো কোনো কাজে সফলতা আশা করতে পারে না।

প্রবাদ বাক্য আছে, “সময়ের এক ফোঁড় এবং অসময়ের দশ ফোঁড়।” আমরা সময়ের কাজ সময়ে না করলে কাজের কোন মূল্য থাকে না। প্রবাদটি দ্বারা বোঝানো হয়েছে অসময়ের দশ ফোঁড়ও কাজে আসে না, সময়ের এক ফোঁড় না দিতে পারলে।

সময়ের গুরুত্ব অনুসারে প্রতিটি কাজ ভাগ করে করা উচিত। সময়কে নিয়ন্ত্রণ করা না গেলেও নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা প্রতিটি মানুষের আছে। নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে যেন অযথা কোনো কাজ করে সময় যেন নষ্ট না হয়।

Banjamin Franklin বলেছেন, ” You cannot keep today’s hour for tomorrow” অর্থাৎ আজকের কাজ কালকের জন্য রেখো না। আজকের কাজটি কালকের জন্য রাখলে কাল হয়ত কাজটি করার কোন সুযোগ পাওয়া যাবে না।

অথবা আমাদের জীবনে কাল না আসলে কাজটি অসম্পূর্ণ থেকে যাবে। তাই আমাদের উচিত সময় নষ্ট না করে সময়ের কাজ যথা সময়ে করে ফেলা। যার ফলে আমাদের প্রতি মানুষ আস্থা ও বিশ্বাস তৈরি হবে। এজন্য দরকার সময়ের মূল্য সম্পর্কে শ্রদ্ধাশীল হওয়া এবং প্রতিটি কাজের প্রতি মনের গভীর থেকে ভালোবাসা তৈরি হওয়া।

সবকিছুর নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে তেমনি সময়েরও নিজস্ব বৈশিষ্ট্য আছে। তা হলো গতিশীলতা। পৃথিবীর কোন নিয়ম সময়ের গতিকে আটকে রাখতে পারবে না।

তাই আমরা যদি জীবনে সফলতা আনতে চাই তাহলে সময়ের কাজ সময়ে শেষ করতে হবে। পরিশেষে বলতে চাই, সময়ের গুরুত্ব সম্পর্কে সকলকে সচেতন হতে হবে এবং সময়ের কাজ সময়ে করতে হবে।

 

লেখা : ঊর্মি আক্তার

শিক্ষার্থী, ইংরেজি বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুন