সারাদেশে সাম্প্রতিক সময়ে অগ্নিকাণ্ডসহ বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
প্রতিষ্ঠান ও কর্মচারীদের নিরাপত্তার স্বার্থে কক্ষ ত্যাগের আগে বৈদ্যুতিক যন্ত্রপাতির প্লাগ খুলে রাখার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) মাউশি থেকে এক নোটিশের মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয়, যা সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনায় যা বলা হয়েছে:
মাউশির নোটিশে বলা হয়েছে, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে অগ্নিদুর্ঘটনাসহ অন্য অনাকাঙ্ক্ষিত ঘটনা লক্ষ করা যাচ্ছে। এ ধরনের পরিস্থিতি এড়ানোর জন্য অধিদপ্তরের আওতাধীন সব দপ্তর এবং শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যেক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীকে অফিস বা কক্ষ ত্যাগ করার সময় নিম্নলিখিত বিষয়গুলো নিশ্চিত করতে অনুরোধ জানানো হয়েছে—
* স্ব-স্ব কক্ষের বৈদ্যুতিক সুইচ, লাইট, ফ্যান, কম্পিউটার বন্ধ করতে হবে।
* এসিসহ অন্য বৈদ্যুতিক যন্ত্রের প্লাগ খুলে রাখতে হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC