দেশের বাজারে টানা ৪ দফায় বাড়ানো হল স্বর্ণের দাম। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার কারণে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এই সিদ্ধান্ত নিয়েছে। সব ধরনের রেকর্ড ভেঙে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এখন ১ লাখ ৭৮ হাজার ৮৩২ টাকা, যা আগের দামের চেয়ে ৩ হাজার ৪৪ টাকা বেশি।
নতুন এই দাম বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
বুধবার (৩ সেপ্টেম্বর_ বাজুস-এর স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বাজুস জানিয়েছে, গত ২ সেপ্টেম্বর, ৩১ ও ২৭ আগস্ট—এভাবে পরপর তিন দফা সোনার দাম বাড়ানোর পরও স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আবারও দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকেসবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ৩ হাজার ৪৪ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৮ হাজার ৮৩২ টাকা। আগে এর দাম ছিল ১ লাখ ৭৫ হাজার ৭৮৮ টাকা।
এই মানের এক ভরি সোনায় ২ হাজার ৯০৫ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭০ হাজার ৭০৩ টাকা। আগের দাম ছিল ১ লাখ ৬৭ হাজার ৭৯৮ টাকা।
১৮ ক্যারেটের এক ভরি সোনায় ২ হাজার ৪৮৪ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৬ হাজার ৩১৩ টাকা। আগে এর দাম ছিল ১ লাখ ৪৩ হাজার ৮২৯ টাকা।
সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ২ হাজার ১২৩ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২১ হাজার ১৬৬ টাকা। এর আগের দাম ছিল ১ লাখ ১৯ হাজার ৪৩ টাকা।
তবে সোনার দাম বাড়লেও রূপার দাম আগের মতোই আছে। বাজুস জানিয়েছে, ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম ২ হাজার ৮১১ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম ১ হাজার ৭২৬ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC