এবারের অক্টোবর মাস যেন একেবারেই অন্যরকম। ভাদ্র পেরিয়ে আশ্বিন মাস চললেও আকাশ এখনও মেঘে ঢাকা, চলছে বৃষ্টি এবং কোথাও কোথাও বজ্রবৃষ্টি, আবার কোথাও অনুভূত হচ্ছে ভ্যাপসা গরম। সাধারণত অক্টোবর মানেই তো শরতের সাদা আকাশ আর বাতাসে শীতের আগমনী বার্তা। ফলে অক্টোবরের এমন আচরণকে অনেকেই অস্বাভাবিক বলে মনে করছেন। সবার মনে এখন একটাই প্রশ্ন—শীত কবে নামবে?
আবহাওয়াবিদ ওমর ফারুক গণমাধ্যমে জানান, বাংলা ঋতু অনুযায়ী আশ্বিন ও কার্তিক মাস শরৎকাল, এরপর অগ্রহায়ণ ও পৌষে হেমন্ত। এই সময়েই মূলত শীতের আগমন ঘটে। কিন্তু এ বছর মৌসুমি বায়ু কিছুটা দীর্ঘস্থায়ী হওয়ার ফলে শরতের স্বাভাবিক শুষ্কতা এখনও আসেনি। তিনি আরও বলেন, আগামী দুই সপ্তাহের মধ্যে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে অক্টোবরজুড়ে দিনে গরম থাকবে।
আবহাওয়াবিদ ওমর ফারুকের তথ্য অনুযায়ী, আগামী ১২ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এরপর মৌসুমি বায়ু ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে এবং অবশেষে বিদায় নেবে।
শীত কবে থেকে পড়তে পারে—এই প্রসঙ্গে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মমিনুল ইসলাম গণমাধ্যমে জানান, এখনও শীতের কোনো আভাস নেই। বরং পুরো অক্টোবরজুড়েই ভ্যাপসা গরমের দাপট থাকতে পারে। তিনি বলেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু পুরোপুরি বিদায় না নেওয়া পর্যন্ত আবহাওয়া ভ্যাপসা থাকবে। তবে নভেম্বরের প্রথম সপ্তাহের পর থেকে তাপমাত্রা কিছুটা কমতে শুরু করবে এবং তখনই ঠান্ডার ছোঁয়া টের পাওয়া যাবে।
তিনি আরও স্পষ্ট করে বলেন, এখন যেসব এলাকায় কুয়াশা দেখা যাচ্ছে, তা শীতের কারণে নয়। এখনকার কুয়াশা মূলত আর্দ্রতা বা মেঘের প্রভাবে তৈরি হচ্ছে, এটিকে শীতের কুয়াশা বলা যাবে না।
অক্টোবরের এই অস্বাভাবিক আচরণের কারণ হিসেবে বিশেষজ্ঞরা এল নিনো প্রভাবকে দায়ী করছেন। তাঁদের মতে, চলতি বছর এল নিনোর কারণে মৌসুমি বৃষ্টির ধারা দীর্ঘায়িত হয়েছে। ফলে শীতও কিছুটা দেরিতে নামবে। বিশেষজ্ঞদের ধারণা, নভেম্বরের আগে ঠান্ডার আমেজ পাওয়ার সম্ভাবনা নেই।
আবহাওয়াবিদদের মতে, আগের বছরের সঙ্গে এবারের অক্টোবরের আবহাওয়ার পরিস্থিতি মিলবে না। যেহেতু মৌসুমি বায়ু পুরোপুরি বিদায় নিতে দেরি করছে, সেহেতু বৃষ্টির প্রবণতাও আরও কিছুদিন থাকবে। সাধারণত অক্টোবরের প্রথম সপ্তাহেই দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চল থেকে মৌসুমি বায়ু বিদায় নেয়, কিন্তু এবার তা ঘটেনি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC