মঙ্গলবার ২ ডিসেম্বর, ২০২৫

সবজির বাজারে স্বস্তি ফিরলেও বেড়েই চলেছে পেঁয়াজের দাম

রাইজিং কুমিল্লা অনলাইন

Rising Cumilla -Rajganj Bazar Comilla
সবজির সরবরাহ বাড়ছে, স্থিতিশীলতা ফিরছে নিত্যপণ্যের দরে/ছবি: সংগৃহীত

শীতের আগমন উপলক্ষে রাজধানীর সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরে এলেও, সেই স্বস্তিতে বড় ধরনের বাগড়া দিয়েছে পেঁয়াজ। মাত্র এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাওয়ায় সাধারণ ভোক্তাদের সবজি কেনার আনন্দ ম্লান হতে বসেছে।

শুক্রবার (৭ নভেম্বর) কুমিল্লার রাজগঞ্জ,বাদশা মিয়ার বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ ১১০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। সরবরাহ সংকটের অজুহাত দেখিয়ে দেশের বাজারে এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিপ্রতি ৪৭ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বেড়ে এই পর্যায়ে পৌঁছেছে।

বাজার বিশ্লেষকরা এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, বাজারে সরবরাহে তেমন বড় কোনো ঘাটতি না থাকা সত্ত্বেও একটি অসাধু চক্র ‘বড় ধরনের সংকট’ দেখিয়ে পেঁয়াজের বাজারে অস্থিরতা তৈরি করছে। এই চক্রের কারসাজির কারণে দাম হু হু করে বাড়ছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্লেষকরা সরকারকে দ্রুত বাজার তদারকিতে জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন।

পেঁয়াজের দাম আকাশছোঁয়া হলেও অন্যান্য শীতকালীন সবজির দাম কিছুটা সহনীয়।

সরেজমিনে রাজগঞ্জ বাজার বাজার ঘুরে দেখা গেছে, করলা ৭০-৮০ টাকা, ঢেঁড়স ৭০-৮০ টাকা, পেঁপে ৩০ টাকা, বাঁধাকপি প্রতি পিস ৪০-৫০ টাকা, ফুল কপি প্রতি পিস ৪০-৫০ টাকা, শসা ৮০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা, কাঁচা মরিচ ১৬০ টাকা, টমেটো ১২০ টাকা, কঁচু ৫০-৬০ টাকা ও শিম ৮০-৯০ টাকা

এদিকে, মাংস ও ডিমের বাজারেও চড়া দাম লক্ষ্য করা গেছে। বাজারে ব্রয়লার মুরগি এখন ১৬০ থেকে ১৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে, সোনালি মুরগির দাম আরও বেশি, যা প্রতি কেজি ২৬০ থেকে ৩০০ টাকা। ফার্মের মুরগির ডিমের দাম প্রতি ডজন ১৩০ থেকে ১৩৫ টাকা।

আরও পড়ুন