দেশে গত এক মাস ধরে আন্দোলন, কারফিউ আর সরকার পতনকে কেন্দ্র করে বাজারে নিত্যপণ্যের দাম বারবার ওঠানামা করেছে। এদিকে এক সপ্তাহের ব্যবধানে কুমিল্লার বাজারগুলোতে ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি কমেছে ১৫-২০ টাকা, সোনালি মুরগির প্রকার ভেদে দাম কমেছে কেজিপ্রতি ৭০ টাকা পর্যন্ত। তবে সবজির বাজার চড়া রয়েছে।
শুক্রবার (১৬ আগস্ট) কুমিল্লার রাজগঞ্জ ও বাদশা মিয়া বাজার ঘুরে দেখা গেছে, মুরগির দামে কিছুটা স্বস্তি ফিরেছে। প্রতি কেজি ব্রয়লার কেজিতে ১০-২০ টাকা কমে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে ২৮০ টাকায় বিক্রি হওয়া সোনালি মুরগির প্রকার ভেদে বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৬০ টাকায়। ডজনে ৫ টাকা দাম কমে ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে ১৪৫ টাকায়।
খাসির মাংস বিক্রি হচ্ছে কেজি ১০০০ টাকা, গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকা কেজি দরে।
এসব বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছিল ২০০-২৫০ টাকায়। তবে সেই দাম আবার বেড়েছে বাজারভেদে ৩৯০-৪০০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে পণ্যটি। বাজারে দীর্ঘ সময় ধরে উচ্চ দামে স্থিতিশীল রয়েছে পেঁয়াজ ও আলুর দাম। প্রতি কেজি দেশি পেঁয়াজ এখনও ১০৫-১১০ টাকা ও আলু ৬০-৬৫ টাকায় বিক্রি হচ্ছে।
শিম বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি, লাউ বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা, শসা ৫০ টাকা কেজি, বেগুন ৮০ টাকা কেজি, পাকা টমেটো ১৫০ টাকা কেজি, ঢেরস ৬০ টাকা কেজি, বরবটি ৮০ টাকা কেজি, করলা ৮০ টাকা কেজি, লেবু ২০ টাকা হালি, লতি ৬০ টাকা এবং পেপে ৩৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
এছাড়া, তেল লিটার ১৭০ টাকা বিক্রি হচ্ছে। তেল ৫ লিটার বিক্রি হচ্ছে ৮১০ টাকা। আদা বিক্রি হচ্ছে ২৬০ টাকায়, রসুন ১৯০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।