সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২২ মে ২০২৫) বড় ধরনের দরপতনে লেনদেন শেষ করেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
সূচকগুলোতে স্পষ্ট নেতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে।
প্রধান সূচক ডিএসইএক্স ১৬ দশমিক ২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৮৫ দশমিক ১১ পয়েন্টে। এতে সূচকটির পতন হয়েছে ০ দশমিক ৩৩ শতাংশ।
ডিএসইএস সূচকও আজ নিম্নমুখী ছিল ৩ দশমিক ৩৪ পয়েন্ট কমে হয়েছে ১ হাজার ৪৬ দশমিক ৯০ পয়েন্ট (০ দশমিক ৩১ শতাংশ পতন)। একইভাবে ডিএস৩০ সূচক ৪ দশমিক ৫৬ পয়েন্ট কমে নেমে এসেছে ১ হাজার ৭৭৭ দশমিক ০৯ পয়েন্টে, যা ০ দশমিক ২৫ শতাংশ হ্রাস।
আজ ডিএসইতে মোট ২৫৩ কোটি ৫৪ লাখ ৫৩ হাজার টাকার লেনদেন হয়েছে।
লেনদেনে অংশ নেওয়া ৩৯১টি কোম্পানির মধ্যে ১১৪টির দর বেড়েছে, ২০০টির কমেছে এবং ৭৭টির দর অপরিবর্তিত ছিল।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC