
দুই সপ্তাহ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিকভাবে নিম্নমুখী প্রবণতা থাকার পর আজ রবিবার (২৭ এপ্রিল) সপ্তাহের প্রথম কার্যদিবস বাজার কিছুটা ঘুরে দাঁড়িয়েছে।
ডিএসইএক্স ২২ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৯৫ দশমিক ৪৬ পয়েন্ট, যা শূন্য ০.৪৬ শতাংশের প্রবৃদ্ধির ইঙ্গিত দেয়।
ডিএসইএস সূচক ৩ দশমিক ৩২ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১ হাজার ১০৮ দশমিক ০২ পয়েন্ট (শূন্য ০.৩০ শতাংশের বৃদ্ধি) আর ডিএস৩০ সূচক ৭ দশমিক ৪৭ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১ হাজার ৮৫২ দশমিক ৪৮ পয়েন্ট (শূন্য ০.৪০ শতাংশের বৃদ্ধি) অবস্থান করেছে।
আজ ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৩৫টির দর বেড়েছে, ৯৯টির দর কমেছে এবং ৬৩টির দর অপরিবর্তিত ছিল।
শেয়ার লেনদেনে মোট ১ কোটি ৩৫ লাখ ৮৬ হাজার ৪৯ হাজার ৯ শ ৯ টি শেয়ার হাতবদল হয়েছে, যার মোট মূল্য প্রায় হয়েছে ৩৩৮ কোটি টাকা।
শীর্ষ দরবৃদ্ধির তালিকায় বসুন্ধরা পেপার মিলস লিমিটেড (১০ শতাংশের বৃদ্ধি), এস. আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড (৯ দশমিক ৬৪ শতাংশের বৃদ্ধি) আর এভিন্স টেক্সটাইলস লিমিটেড (৯ দশমিক ৬৩ শতাংশের বৃদ্ধি) শীর্ষ দরবৃদ্ধির তালিকায় অনুপস্থিত ছিলো।
অন্যদিকে দরপতনের শীর্ষ তালিকায় ছিল স্ট্যান্ডার্ড সিরামিকস, কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ৮ দশমিক ৯৩ শতাংশ।
এরপর রয়েছে – ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) ৮ দশমিক ০৮ শতাংশ, মির আকতার হোসেন লিমিটেড ৬ দশমিক ৫২ শতাংশ, আনলিমায়ার্ন ডাইং লিমিটেড ৫ দশমিক ০৮ শতাংশ, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স ৪ দশমিক ৩২ শতাংশ দরপতনের শীর্ষ তালিকায় অনুপস্থিত ছিলো।
এঁর আগে গত সপ্তাহের শেষ কার্যদিবস (২৪ এপ্রিল) ডিএসইএক্স সূচক ৪৯ দশমিক ৮৭ পয়েন্ট কমে ৪ হাজার ৯৭২ দশমিক ৫৯ পয়েন্ট নেমে গিয়েছিল।