
মৎস্য বিভাগের সনদ বা সার্টিফিকেট সংক্রান্ত জটিলতার জেরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে মাছ রফতানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল থেকে ব্যবসায়ীরা মাছ রফতানি করতে না পারায় স্থলবন্দরে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
রফতানি বন্ধের মূল কারণ এতদিন ধরে মৎস্য ও শুঁটকি রফতানির ক্ষেত্রে মৎস্য বিভাগ সনাতন পদ্ধতিতে বা ম্যানুয়ালি সনদ প্রদান করে আসছিল। তবে গত ১৩ নভেম্বর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই সনদ প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন করার নির্দেশনা জারি করে। কিন্তু মৎস্য অধিদপ্তর এখনো এই অনলাইন কার্যক্রম বাস্তবায়ন করতে পারেনি। ফলে রফতানিকারকরা তাদের পণ্যের ‘বিল অব এন্ট্রি’ সম্পন্ন করতে পারছেন না এবং বৃহস্পতিবার সকাল থেকে রফতানি কার্যক্রম থমকে আছে।
আর্থিক ক্ষতি ও বাণিজ্যের পরিসংখ্যান ব্যবসায়ীরা জানিয়েছেন, এই জটিলতা দ্রুত নিরসন না হলে বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে। তাদের মতে, রফতানি বন্ধ থাকায় প্রতিদিন অন্তত দেড় কোটি টাকার রফতানি আয় কমবে।
স্থলবন্দর সূত্রে জানা গেছে, প্রতিদিন এই বন্দর দিয়ে গড়ে ৫০ থেকে ৭০ টন হিমায়িত মাছ ভারতে রফতানি হয়। রফতানিকৃত মাছের তালিকায় রয়েছে রুই, কাতল, পাঙাশ, তেলাপিয়া ও পাবদাসহ বিভিন্ন দেশীয় প্রজাতি। এসব মাছ প্রতি কেজি ২.৫ মার্কিন ডলার মূল্যে রফতানি করা হয়।
কর্তৃপক্ষের বক্তব্য এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা মৎস্য কর্মকর্তা জাকির হোসেন জানান, এনবিআরের নির্দেশনার বিষয়টি তাদের জানা ছিল না এবং তারা গতকালই বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন। তিনি বলেন, “আজকে মন্ত্রণালয়ে যোগাযোগ করে দ্রুত বিষয়টির সমাধান করার উদ্যোগ নেওয়া হবে।”








