
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিএসটিআই অনুমোদন ছাড়া মুড়ি উৎপাদন ও বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
৬ মার্চ ২০২৫ (বৃহস্পতিবার) বিএসটিআই কুমিল্লা ও সদর দক্ষিণ উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে মেসার্স খোরশেদ চিড়া ও মুড়ি মিল এবং মেসার্স মমতা মুড়ি মিল-কে জরিমানা করা হয়।
বিএসটিআই আইন-২০১৮ অনুযায়ী কৃষ্ণপুর, বেলতলীতে অবস্থিত মেসার্স খোরশেদ চিড়া ও মুড়ি মিল-কে পণ্যের গুণগত মান সনদ ছাড়াই মুড়ি উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে ২৫,০০০ টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, গোপীনাথপুরে অবস্থিত মেসার্স মমতা মুড়ি মিল-কে বিএসটিআই অনুমোদন ছাড়াই মুড়ি প্রস্তুত, মোড়কজাত ও বিক্রয় করার দায়ে “বিএসটিআই আইন-২০১৮” এবং “ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮” অনুযায়ী ৪০,০০০ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ রেফাঈ আবিফ। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কুমিল্লার ফিল্ড অফিসার ইকবাল আহম্মদ এবং পরিদর্শক প্রকৌশলী আরিফ উদ্দিন প্রিয়।
বিএসটিআই সূত্র জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় ভেজাল ও মানহীন খাদ্যপণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।