মে ৯, ২০২৫

শুক্রবার ৯ মে, ২০২৫

সদর দক্ষিণ উপজেলায় দুই মুড়ি মিলকে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

সদর দক্ষিণ উপজেলায় দুই মুড়ি মিলকে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
সদর দক্ষিণ উপজেলায় দুই মুড়ি মিলকে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালতে জরিমানা। ছবি: প্রতিনিধি

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিএসটিআই অনুমোদন ছাড়া মুড়ি উৎপাদন ও বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

৬ মার্চ ২০২৫ (বৃহস্পতিবার) বিএসটিআই কুমিল্লা ও সদর দক্ষিণ উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে মেসার্স খোরশেদ চিড়া ও মুড়ি মিল এবং মেসার্স মমতা মুড়ি মিল-কে জরিমানা করা হয়।

বিএসটিআই আইন-২০১৮ অনুযায়ী কৃষ্ণপুর, বেলতলীতে অবস্থিত মেসার্স খোরশেদ চিড়া ও মুড়ি মিল-কে পণ্যের গুণগত মান সনদ ছাড়াই মুড়ি উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে ২৫,০০০ টাকা জরিমানা করা হয়।

অপরদিকে, গোপীনাথপুরে অবস্থিত মেসার্স মমতা মুড়ি মিল-কে বিএসটিআই অনুমোদন ছাড়াই মুড়ি প্রস্তুত, মোড়কজাত ও বিক্রয় করার দায়ে “বিএসটিআই আইন-২০১৮” এবং “ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮” অনুযায়ী ৪০,০০০ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ রেফাঈ আবিফ। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কুমিল্লার ফিল্ড অফিসার ইকবাল আহম্মদ এবং পরিদর্শক প্রকৌশলী আরিফ উদ্দিন প্রিয়।

বিএসটিআই সূত্র জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় ভেজাল ও মানহীন খাদ্যপণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।

আরও পড়ুন