সোমবার ৮ ডিসেম্বর, ২০২৫

সড়ক অবরোধ করে ফের বিক্ষোভে মোবাইল ব্যবসায়ীরা

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Mobile phone traders protest again by blocking roads
সড়ক অবরোধ করে ফের বিক্ষোভে মোবাইল ব্যবসায়ীরা/ছবি: সংগৃহীত

ঢাকাসহ সারাদেশে ফের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। রোববার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার পর রাজধানীর আগারগাঁ মেট্রো স্টেশনের নিচের সড়ক অবরোধ করে তারা আন্দোলন শুরু করেন। হঠাৎ এই অবরোধে আগারগাঁ–শেরেবাংলা নগর–তেজগাঁওসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

এ সময় ব্যবসায়ীরা প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের পদত্যাগের দাবি জানান।

বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটির (এমবিসিবি) সিনিয়র সহসভাপতি শামীম মোল্লা গণমাধ্যমকে জানান, বিটিআরসি ও আইসিটি মন্ত্রণালয়ের আহ্বানে আন্দোলনকারীদের প্রতিনিধিরা বর্তমানে বিটিআরসি ভবনে আলোচনায় বসেছেন। তবে তিনি স্পষ্ট করে বলেন, “ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা না হলে আলোচনায় সমাধান হবে না।”

রোববার সকালে আমদানি শুল্ক কমানোসহ ৬ দফা দাবিতে মোবাইল ফোন ব্যবসায়ী ও কর্মচারীরা বিটিআরসি ভবনের সামনে অবস্থান নেন। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ভবনটির চারপাশ ঘিরে রাখে পুলিশ।

এর আগে শনিবার (৬ ডিসেম্বর) সিন্ডিকেট প্রথা বিলোপ ও মোবাইল ফোন আমদানির সুযোগ উন্মুক্ত করাসহ বিভিন্ন দাবিতে ৭ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার ঘোষণা দেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ীদের প্রধান দাবির মধ্যে রয়েছে—

  • সিন্ডিকেট প্রথা বাতিল
  • এনইআইআর সংস্কার
  • মোবাইল ফোন আমদানির সুযোগ উন্মুক্ত করা

তাদের অভিযোগ, এনইআইআর বাস্তবায়িত হলে লাখো মোবাইল ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবেন এবং শুধুমাত্র একটি বিশেষ গোষ্ঠী লাভবান হবে। পাশাপাশি নতুন নিয়মের কারণে মোবাইলের দাম বেড়ে গ্রাহক পর্যায়েও বাড়তি চাপ সৃষ্টি হবে।

এর আগে ৩০ নভেম্বর একই দাবিতে সারা দেশে মোবাইল ফোনের দোকান বন্ধ রেখে বিক্ষোভ কর্মসূচি পালন করেন ব্যবসায়ীরা। সেদিন বসুন্ধরার যমুনা ফিউচার পার্কের সামনে বড় ধরনের বিক্ষোভ হয় এবং রাজধানীর বিভিন্ন সড়কে যানজট সৃষ্টি হয়।

আরও পড়ুন