বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জুলাই মাসের সবচেয়ে বড় সফলতা হলো একটি স্বৈরাচারী শাসনের অবসান এবং মানুষের মুক্তি। তিনি আরও বললেন, সংস্কার ও ন্যায়বিচার পুরোপুরি দৃশ্যমান না হওয়ায় অনেকে জুলাইয়ের সফলতা নিয়ে সংশয় প্রকাশ করছেন। তবে 'জুলাই ব্যর্থ হয়েছে'—এমন বলার সময় এখনো আসেনি বলেও উল্লেখ করেন।
মঙ্গলবার (১ জুলাই) দুপুরে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আয়োজনে জুলাই অভ্যুত্থানে হতাহতদের জন্য দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আসন্ন নির্বাচনে জনগণ যাকে ভোট দেবে, তারাই নির্বাচিত হবে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ না হলে দেশ কঠিন পরিস্থিতির মুখোমুখি হবে, যা জনগণ মেনে নেবে না। জামায়াতে ইসলামী সংস্কারবিহীন কোনো নির্বাচন গ্রহণ করবে না বলেও তিনি স্পষ্ট জানিয়ে দেন।
দলটির নায়েবে আমির আরও উল্লেখ করেন, গত বছরের ৫ আগস্টের পর থেকে দেশের মানুষ মৌলিক পরিবর্তন চাইছে, যা গত ৫৪ বছরেও ঘটেনি। তিনি জানান, সরকার সংস্কারের মাধ্যমে সেই মৌলিক পরিবর্তন আনার চেষ্টা করছে এবং দীর্ঘ সময় ক্ষমতায় থাকার প্রবণতা রোধ করার চেষ্টা চলছে। তবে বিএনপিসহ তিনটি দল বাদে আমরা সবাই এক হয়েছি।
সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের দেশের সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান, আসুন, মৌলিক পরিবর্তনের প্রশ্নে আমরা একত্রিত হই। সংবিধান পরিবর্তনের ধারাগুলো মানতে হবে। আর না মানলে আমরা আবার আন্দোলনে নামবো এবং সরকারকে বাধ্য করবো মানতে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC