আওয়ামী লীগ দ্বাদশ জাতীয় সংসদের জন্য সংরক্ষিত নারী আসনে ৪৮ জন প্রার্থী চূড়ান্ত করেছে। এই ৪৮ জনের মধ্যে অর্ধেকের বেশি নতুন মুখ। ১৪ দলীয় জোটের শরিক গণতন্ত্রী পার্টির কানন আরা বেগমকেও আওয়ামী লীগ সংরক্ষিত আসনে এমপি করে নিচ্ছে। এছাড়াও, গত ৭ জানুয়ারির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যাওয়া এবং মনোনয়নপত্র বাতিল হওয়া অন্তত তিনজন সংরক্ষিত আসনে এমপি হওয়ার টিকিট পেয়েছেন।
এর আগে সংরক্ষিত আসনে প্রার্থী হতে ১ হাজার ৫৪৯ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন এবার। মনোনয়ন ফরমের মূল্য ছিল ৫০ হাজার টাকা।
বুধবার দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় মনোনয়ন চূড়ান্ত করা হয়।
মনোনয়ন বোর্ডের সভা শেষে গণভবনে এক সংবাদ সম্মেলনে মনোনীতদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে ৪৮ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। ১৮ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেওয়া হবে।
ঢাকা বিভাগ: ঢাকা থেকে সানজিদা খানম, শবনম জাহান, পারুল আক্তার, সাবেরা বেগম, অনিমা মুক্তি গোমেজ, নাহিদ ইজাহার খান, সাহিদা তারেখ দীপ্তি, শেখ আনারকলি পুতুল ও হাছিনা বারী চৌধুরী, নরসিংদী ফরিদা ইয়াসমিন ও মাসুদা সিদ্দিক রোজী, গাজীপুর মেহের আফরোজ চুমকি, টাঙ্গাইল থেকে তারানা হালিম, বেগম শামসুন নাহার ও অপরাজিতা হক, গোপালগঞ্জ থেকে নাজমা আকতার ও বেদৌরা আহমেদ সালাম, মুন্সীগঞ্জ ফজিলাতুন নেসা ও ফরিদপুর ঝর্না হাসান প্রমুখ।
চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রাম থেকে দিলোয়ারা ইউসুফ, ওয়াসিকা আয়েশা খান ও শামীমা হারুন, নোয়াখালী থেকে কানন আরা বেগম (১৪ দলীয় জোট) ও ফরিদা খানম, কুমিল্লা অ্যারোমা দত্ত, লক্ষ্মীপুর ফরিদুন্নাহার লাইলী ও আশ্রাফুন নেছা, রাঙামাটি থেকে ডরোথি তঞ্চঙ্গ্যা।
রাজশাহী বিভাগ: জয়পুরহাট থেকে ডা. রোকেয়া সুলতানা ও মাহফুজা সুলতানা মলি, নাটোর কোহেলি কুদ্দুস, চাঁপাইনবাবগঞ্জ জারা জাবীন মাহবুব।
রংপুর বিভাগ: রংপুর থেকে নাসিমা জামান ববি, পঞ্চগড় থেকে রেজিয়া ইসলাম, ঠাকুরগাঁও দ্রৌপদী বেবী আগরওয়াল, নীলফামারী মোসাম্মৎ আশিকা সুলতানা।
খুলনা বিভাগ: খুলনা থেকে রুনু রেজা ও বেগম মুন্নুজান সুফিয়ান, বাগেরহাট ফরিদা আক্তার বানু, সাতক্ষীরা লাইলা পারভীন, ঝিনাইদহ পারভীন জামান কল্পনা।
বরিশাল বিভাগ: বরিশাল থেকে শাম্মী আহমেদ, বরগুনা মোসা. ফারজানা সুমি, ভোলা খালেদা বাহার বিউটি, পটুয়াখালী নাজনীন নাহার রশিদ।
ময়মনসিংহ বিভাগ: ময়মনসিংহ থেকে উম্মি ফারজানা ছাত্তার, নেত্রকোণা নাদিয়া বিনতে আমিন।
সিলেট বিভাগ: সিলেট থেকে রুমা চক্রবর্তী।
এদের মধ্যে নোয়াখালীর কানন আরা বেগমকে ১৪ দলীয় জোটের পক্ষ থেকে নেওয়া হয়েছে।
এর আগে গত ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের দলীয় মনোনয়ন ফরম বিক্রি করে আওয়ামী লীগ। ৪৮টি আসনের বিপরীতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন ১৫৪৯জন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন প্রত্যাশীদের গণভবনে ডাকেন সাক্ষাতের জন্য। বুধবার সকালে সাক্ষাত শেষে প্রার্থী চূড়ান্ত করতে মনোনয়ন বোর্ড বসে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC