
রাইজিং কুমিল্লা ডেস্ক
পবিত্র রমজান মাসের আগমনী বার্তা বহনকারী শবে বরাতের তারিখ নির্ধারণে আজ সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা বসবে।
সভায় দেশের আকাশে শাবান মাসের নতুন চাঁদ দেখার তথ্য পর্যালোচনা করে শবে বরাতের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।
এদিকে, বাংলাদেশের চাঁদ দেখার আগেই সংযুক্ত আরব আমিরাতের আকাশে পবিত্র শাবান মাসের নতুন চাঁদ দেখা গেছে বলে খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম গালফ নিউজ।
আবহাওয়া অনুকূলে থাকায় দিনের আলোতেই চাঁদের একটি স্পষ্ট ও বিরল ছবি ধারণ করতে সক্ষম হন জ্যোতির্বিজ্ঞানীরা। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল রমজান মাসের দিন গণনা। দেশটিতে এখন থেকে ২৯ বা ৩০ দিন পরই পবিত্র রমজান মাস শুরু হবে।
ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের অধীন আল খাতিম অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি সোমবার (১৯ জানুয়ারি) আবুধাবি থেকে ১৪৪৭ হিজরি শাবান মাসের চাঁদের একটি বিস্তারিত ছবি ধারণ করে।
সংস্থাটির তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ১১টায় ছবিটি তোলা হয়। সে সময় সূর্য ও চাঁদের মধ্যকার কৌণিক দূরত্ব ছিল ৬ দশমিক ৭ ডিগ্রি।
জ্যোতির্বিজ্ঞানীরা জানান, সাধারণত দিনের আলোতে নতুন চাঁদ দেখা অত্যন্ত কঠিন। কারণ, তখন চাঁদের আলো খুবই ক্ষীণ থাকে এবং সূর্যের খুব কাছাকাছি অবস্থান করে। তবে ওইদিন আকাশ পরিষ্কার থাকায় চাঁদের উপস্থিতি তুলনামূলকভাবে স্পষ্টভাবে ধরা পড়ে।
চাঁদ পর্যবেক্ষণের কাজে অংশ নেন অবজারভেটরির একটি বিশেষজ্ঞ দল। তারা উন্নত জ্যোতির্বৈজ্ঞানিক ইমেজিং প্রযুক্তি ব্যবহার করে এ বিরল ছবি সংগ্রহ করেন।
ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি সেন্টার জানিয়েছে, এ ধরনের পর্যবেক্ষণ ইসলামী জ্যোতির্বিজ্ঞানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ধর্মীয় মাসগুলোর সূচনা নির্ধারণে চাঁদ দেখার তথ্য বড় ভূমিকা রাখে। এতে হিজরি ক্যালেন্ডারের গণনা আরও নির্ভুল করা সম্ভব হয়।
সংস্থাটি নিয়মিতভাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে এ ধরনের পর্যবেক্ষণ পরিচালনা করে থাকে। এর ফলে একদিকে যেমন বৈজ্ঞানিক গবেষণা এগিয়ে নেওয়া হয়, তেমনি সাধারণ মানুষের মধ্যেও জ্যোতির্বিজ্ঞানের গুরুত্ব ও সাংস্কৃতিক প্রাসঙ্গিকতা তুলে ধরা হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC