সাংগঠনের নিয়মনীতির তোয়াক্কা না করে নিজেদের মনগড়া নিয়মে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নোয়াখালীর কোম্পানীগঞ্জ শাখার নাম ভাঙ্গিয়ে ভুয়া কমিটি ঘোষণার অভিযোগ উঠেছে।
বুধবার (২৬ মার্চ) সকালে নতুন ঘোষিত কমিটি নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এ কমিটিকে ভুয়া কমিটি হিসেবে আখ্যায়িত করেন সংগঠনের জেলা শাখার সভাপতি মো.নাসিম ফারুকী। তিনি বলেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কোম্পানীগঞ্জ শাখার বহাল থাকা বৈধ কমিটিকে বিতর্কিত করতে গতকাল মঙ্গলবার ২৫ মার্চ বিকেলে আরেকটি অস্থায়ী কমিটি ঘোষণা দেওয়া হয়। যারা এ কমিটি ঘোষণা করেছে তারা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সদস্য না।
খোঁজ নিয়ে যায়, ৪ বছর আগে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নোয়াখালী জেলা শাখা কোম্পানীগঞ্জ উপজেলায় একটি কমিটি ঘোষণা করে। ওই কমিটিতে কোম্পানীগঞ্জ শাখার সভাপতি হিসেবে লুৎফুল্লাহিল ও সাধারণ সম্পাদক হিসেবে ওমর ফারুক দায়িত্ব পালন করছেন। গত ২ মাস ধরে শিক্ষক আব্দুল মান্নান, নুর ইসলাম, ফরিদ আহমেদ, নুরউদ্দিন, আব্দুল হালিমসহ আরো অনেককে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কোম্পানীগঞ্জ শাখার নতুন কমিটি ঘোষণার জন্য জেলা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকের সাথে যোগাযোগ করেন। তবে জেলা কমিটি নানা কারণে এখনো নতুন কোনো কমিটি ঘোষণা দেয়নি। জেলা কমিটি সহসায় তাদেরকে গঠনতন্ত্র মেনে নতুন কমিটি দেওয়ার কথা বলে। একপর্যায়ে, জেলা কমিটিকে উপেক্ষা করে মঙ্গলবার বিকেলে উপজেলার বসুরহাট বাজারের একটি রোস্তোরাঁয় সংবাদ সম্মেলন ডাকে। সেখানে নিজেরা নিজেরা বামনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরিদ আহমেদকে সভাপতি ও মধ্য পূর্ব চরকাঁকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কোম্পানীগঞ্জ উপজেলা শাখার অস্থায়ী কমিটি ঘোষণা করে।
এই কমিটিতে সভাপতি পদ দাবি করা শেখ ফরিদ আহমেদ ও সাধারণ সম্পাদক নুরুল ইসলামের কাছে ফোনে তাদের কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন করলে তারা বলেন, আমরা জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে বহুবার যোগাযোগ করে নতুন কমিটি চেয়েছি। আমাদেরকে নানা অজুহাতে ঘুরাতে থাকে। পরে আমরা কেন্দ্রীয় কমিটির সাথে যোগাযোগ করে নতুন কমিটি ঘোষণা করি। অপর এক প্রশ্নের জবাবে তারা জেলা কমিটির সভাপতির অভিযোগ নাকচ করে দিয়ে তাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নোয়াখালী জেলা শাখার সভাপতি মো.নাসিম ফারুকী আরো বলেন, আমরা কেন্দ্রীয় কমিটির সাথে যোগাযোগ করেছি তারা নতুন অস্থায়ী কমিটি ঘোষণার বিষয়ে কিছুই জানেনা। যারা নতুন কমিটি ঘোষণা করেছে তারা কোন শিক্ষক সুলভ আচরণ করেনি। এই কমিটির কোন ভিত্তি নেই।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC