নারী ও সংখ্যালঘুদের বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভূমিকায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সন্তুষ্ট হয়েছে বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
রোববার (২৭ এপ্রিল) দুপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। মগবাজারে জামায়াতের অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে গণমাধ্যমে ব্রিফিংয়ে দলের নায়েবে আমির এসব কথা বলেন।
নারীদের অধিকারের ব্যাপারে জামায়াত অত্যন্ত সচেতন দাবি করে মোহাম্মদ তাহের বলেন, তবে যৌনকর্মীদের লাইসেন্স দেওয়া নারীদের জন্য অত্যন্ত লজ্জাজনক। তাই এ বিষয়ে দ্বিমত পোষণ করেছে জামায়াত। সব মিলিয়ে সংখ্যালঘু ও নারীদের বিষয়ে জামায়াতের ভূমিকা নিয়ে ইইউ সন্তুষ্ট হয়েছে।
বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন ও জামায়াতের কাজের ক্ষেত্রে সহযোগিতামূলক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির।
মোহাম্মদ তাহের জানান, নির্বাচনকে সুষ্ঠু করার ক্ষেত্রে প্রতিটি কেন্দ্রে জামায়াত সিসিটিভি ক্যামেরার দাবি করেছে। এ ছাড়া প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ে ভারসাম্য চায় জামায়াত।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC