গত বছরের মতো এবারও দেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরে অংশ নেবে ৭টি ফ্র্যাঞ্চাইজি। এদিকে আজ ২০২৫ সালের বিপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছে। একাদশ আসরকে সামনে রেখে বিপিএলের ৭ ফ্র্যাঞ্চাইজি বেছে নিয়েছেন নিজের পছন্দের ক্রিকেটার।
দেশি-বিদেশি ক্রিকেটারদের মাঝে শেষ পর্যন্ত কে কোন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন, চলুন দেখে নেওয়া যাক সেটাই।
চট্টগ্রাম কিংস
দেশি: সাকিব আল হাসান, শরীফুল ইসলাম, শামীম হোসেন, পারভেজ হোসেন, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস, শেখ পারভেজ, মার্শাল আইয়ুব।
বিদেশি: মঈন আলী, উসমান খান, হায়দার আলী, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, বিনুরা ফার্নান্দো, গ্রাহাম ক্লার্ক, থমাস ও’কনেল।
রংপুর রাইডার্স
দেশি: নুরুল হাসান, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদ রানা, সাইফ হাসান, সৌম্য সরকার, রাকিবুল হাসান, রেজাউর রহমান, ইরফান শুক্কুর, কামরুল ইসলাম, তৌফিক খান।
বিদেশি: অ্যালেক্স হেলস, খুশদিল শাহ, আল্লাহ গজনফর, স্টিভেন রায়ান টেলর, সৌরভ নেত্রবালকার, আকিফ জাভেদ, কার্টিস ক্যাম্ফার।
সিলেট স্টাইকার্স
দেশি: জাকির হাসান, জাকের আলী, তানজিম হাসান, রনি তালুকদার, মাশরাফী বিন মোর্ত্তজা, আল আমিন হোসেন, আরাফাত সানি, রুয়েল মিয়া, আরিফুল হক, নিহাদুজ্জামান, নাহিদুল ইসলাম।
বিদেশি: পল স্টার্লিং, জর্জ মানসি, রাহকিম কর্নওয়াল, সামিউল্লাহ শেনওয়ারি, রিস টপলি।
ফরচুন বরিশাল
দেশি: তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, তানভীর ইসলাম, নাজমুল হোসেন শান্ত, রিপন মন্ডল, ইবাদত হোসেন, নাঈম হাসান, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম।
বিদেশি: ডেভিড মালান, কাইল মায়ার্স, মোহাম্মদ নবী, ফাহিম আশরাফ, আলী মোহাম্মদ, খান জাহানদাদ, জেমস ফুলার, পাথুম নিশাঙ্কা, নান্দ্রে বার্গার।
ঢাকা ক্যাপিটাল
দেশি: মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান, লিটন দাস, হাবিবুর রহমান, মুকিদুল ইসলাম, আবু জায়েদ, মুশফিক হাসান, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান, শাহাদাত হোসেন।
বিদেশি: থিসারা পেরেরা, জনসন চার্লস, শাহনেওয়াজ দাহানি, মীর হামজা, স্টিফেন এসকিনেজি, সাইম আইয়ুব, আমির হামজা।
দুর্বার রাজশাহী
দেশি: এনামুল হক, তাসকিন আহমেদ, জিশান আলম, ইয়াসির আলী, সাব্বির হোসেন, সানজামুল ইসলাম, এসএম মেহরাব হোসেন, আকবর আলী, হাসান মুরাদ, শফিউল ইসলাম, মোহর শেখ।
বিদেশি: সাদ নাসিম, লাহিরু সামারাকুন।
খুলনা টাইগার্স
দেশি: মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মোহাম্মদ নাঈম, ইমরুল কায়েস, মাহিদুল ইসলাম, আবু হায়দার, জিয়াউর রহমান, মাহফুজুর রহমান, মাহমুদুল হাসান।
বিদেশি: ওশানে থমাস, মোহাম্মদ হাসনাইন, লুইস গ্রেগরি, মোহাম্মদ নেওয়াজ।
উল্লেখ্য, বিপিএলের এবারের ড্রাফটে বিভিন্ন ক্যাটাগরিতে রাখা হয়েছে দেশি-বিদেশি ক্রিকেটারদের। মোট ৬টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে দেশি ক্রিকেটারদের। ‘এ’ ক্যাটাগরিতে আছেন ১২ ক্রিকেটার, তারা পাবেন ৬০ লাখ টাকা। ‘বি’ ক্যাটাগরিতে পাচ্ছেন ৪০ লাখ, ‘সি’তে ২৫ লাখ, ‘ডি’তে ২০ লাখ, ‘ই’তে ১৫ লাখ ও ‘এফ’তে ১০ লাখ টাকা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC