রবিবার ২০ জুলাই, ২০২৫

শেষ মুহূর্তের গোলে কোপা আমেরিকায় শীর্ষে আর্জেন্টিনা

ছবি: সংগৃহীত

কোপা আমেরিকা ফেমিনা বা মেয়েদের কোপা আমেরিকাতেও নিজেদের দাপট অব্যাহত রেখেছে আর্জেন্টিনা। ইকুয়েডরে চলমান টুর্নামেন্টের গ্রুপ পর্বের এক উত্তেজনাপূর্ণ ম্যাচে চিলিকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালের পথে আরও এক ধাপ এগিয়ে গেল তারা। এই জয়ের ফলে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষস্থান সংহত করেছে আলবিসেলেস্তেরা।

আজ শনিবার ভোরে সিউদাদ দেপোর্তিভা ইন্ডিপেন্ডেন্টে দেল ভ্যালে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি শুরুতেই ছিল নাটকীয়তায় ভরা। ম্যাচের ১১তম মিনিটেই স্ট্রাইকার ভাইটিয়ার আনাহি পার্দো পিনিলার দুর্দান্ত গোলে এগিয়ে যায় চিলি। গোল হজম করার পর আর্জেন্টিনা বেশ কয়েকটি আক্রমণ শানিয়ে তুললেও ফিনিশিংয়ের অভাবে প্রথমার্ধে আর কোনো গোল করতে পারেনি।

বিরতির পর গোলের জন্য মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনার মেয়েরা। খেলার ৭৫তম মিনিটে ডান ফ্ল্যাঙ্কের কর্নার থেকে উড়ে আসা বলে দারুণ এক হেডে সমতা ফেরান আর্জেন্টাইন মিডফিল্ডার ডায়ানা ফালফান।

ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত টানটান উত্তেজনা বজায় ছিল। ৯০তম মিনিটে এক ডিফেন্ডারের পায়ে আসে বহু কাঙ্ক্ষিত জয়সূচক গোলটি। আলদানা কোমেটির গোলে শেষ হাসি হাসে আর্জেন্টিনা।

এদিকে আগামী সোমবার পেরুর বিপক্ষে পরবর্তী ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা।

আরও পড়ুন