সোমবার ২৭ অক্টোবর, ২০২৫

শেষ দিনের মতো চলছে আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি ও জমাদান

রাইজিং ডেস্ক

Mumtaz Begum collected the nomination form
আ’লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মমতাজ বেগম। সংগৃহীত ছবি

উৎসব মুখর পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চতুর্থ ও শেষ দিনের মতো চলছে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেয়ার কার্যক্রম।

আজ মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ১০টার পর থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে চলছে মনোনয়ন প্রত্যাশীদের মনোনয়ন সংগ্রহের কার্যক্রম।

এদিকে, বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিনে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিলেন তারকা আসন খ্যাত মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেশ বরেণ্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম।

সরেজমিন দেখা যায়, জিরো পয়েন্ট থেকে ফুলবাড়ী অভিমুখের সড়ক দিয়ে ছোট ছোট মিছিল নিয়ে কার্যালয়ের সামনে আসছেন নেতাকর্মীরা। ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে স্লোগান দিয়ে পছন্দের মনোনয়ন প্রত্যাশীর পক্ষে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের। বরাবরের মতোই ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে স্বেচ্ছাসেবক লীগের দায়িত্বপ্রাপ্তদের। মনোনয়নপত্র নিতে বা জমা দিতে সঙ্গে প্রার্থীসহ মোট তিনজনের বেশি ভেতরে প্রবেশ না করার জন্য মাইকেও বারবার নির্দেশনা দেওয়া হচ্ছে। তবে মনোনয়ন প্রত্যাশীরা বলছেন, মনোনয়নের ক্ষেত্রে দলীয় সভানেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত। এই নির্বাচনকে চ্যালেঞ্জ মনে করে নৌকার পক্ষে কাজ করবেন তারা।

এরআগে গত শনিবার (১৮ নভেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ। মনোনয়নপত্র বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আট বিভাগের জন্য স্থাপন করা হয় ১০টি বুথ।

আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের জন্য কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রামের বিভাগ এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশালের বিভাগের জন্য তৃতীয় তলায় বুথ করা হয়েছে। আর নিচ তলায় সকল বিভাগের মনোনয়ন ফরম জমা নেয়া হচ্ছে। সকাল ৯টা থেকে মনোনয়ন প্রত্যাশীরা বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জড়ো হতে শুরু করেন। বিকাল ৪টা পর্যন্ত চলবে এ কার্যক্রম।

আরও পড়ুন