আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ায় কুমিল্লার নাঙ্গলকোটে ভুরিভোজ করেছেন বিএনপির নেতাকর্মীরা।
গতকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর ২০২৪) উপজেলার মৌকরা ইউনিয়নের গোমকোট বাজারে গরু জবাই করে এ ভুরিভোজের আয়োজন করা হয়।
এলাকা সূত্রে ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ায় ভুরিভোজের আয়োজন করা হয়েছিল। এদিন দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রায় ১ হাজার ৬০০ জন নেতাকর্মী খাবার খান। কুমিল্লা-১১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়ার অনুসারী মৌকরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আব্দুর রহিম এই আয়োজন করেন।
এ সময় উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কলিম উল্লাহ, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সেলিম জাহাঙ্গীর মন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাকসুদ, আব্দুল আলী, আমান উল্লাহ, ঢালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইসহাক মিয়া, ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের সহসভাপতি মো. রাসেল মাহমুদ, আব্দুল হক, আবুল কালাম, নজির আহম্মদ, কামরুল হাসান, ইউসুফ, নাজমুল, জসিম উদ্দিন, শফিল্লাহ স্বপন, যোবায়ের, অহিদুর রহমাম মুন্সি, ইস্রাফিল হোসেন নাহিদ, জহিরুল ইসলাম সাব্বির, গোফরান হোসেন রিয়াজ, এনায়েত সেন্টু, শহীদ আলম, ইফতেখার তানভীর, জাফর আহমেদ মিটু, মেহেদুল প্রমুখ উপস্থিত ছিলেন।