জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আগামী ৬ আগস্ট ঢাকায় ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছে। ছাত্র-জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবিতে এই কর্মসূচি পালিত হবে।
শুক্রবার (১ আগস্ট) এই কর্মসূচি সফল করার লক্ষ্যে জাগপার ছাত্রসংগঠন, জাগপা ছাত্রলীগ বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে একটি সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
এসময় নেতাকর্মীরা দেশের অভ্যন্তরীণ বিষয়ে আওয়ামী লীগ ও ভারতের হস্তক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
জুমার নামাজের পর জাগপা ছাত্রলীগের নেতাকর্মীরা উত্তর গেটে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন। সংক্ষিপ্ত সমাবেশে জাগপা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান ফারুকী বলেন, "শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবিতে আমাদের ১২ দলীয় জোটের পক্ষ থেকে ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই কর্মসূচি সফল করতে আজ আমরা এই প্রস্তুতিমূলক সমাবেশ ও মিছিল করছি।"
সমাবেশে আরও উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার এবং সাংগঠনিক সম্পাদক মো. জামাল আকন।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে পুরানা পল্টন মোড় ঘুরে জাতীয় প্রেসক্লাবের দিকে অগ্রসর হয়।
এই কর্মসূচি চলাকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বায়তুল মোকাররম মসজিদ ও এর আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC