ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনিরা কায়ছানকে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার (২৬ মার্চ) সকালে ‘এসিল্যান্ড সরাইল’ নামে তার অফিসিয়াল ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেওয়া হয়, যেখানে শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করা হয়।
পোস্টটি দেওয়ার পর সরাইলের স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত হলে তিনি বিএনপি নেতাকর্মীদের প্রতিবাদের মুখে পড়েন এবং পরে মাঠ ত্যাগ করেন।
ঘটনার কিছুক্ষণ পর পোস্টটি মুছে ফেলা হয় এবং পরবর্তী এক পোস্টে তিনি দাবি করেন, তার ফেসবুক আইডি হ্যাক হয়েছিল এবং ওই পোস্টটি তিনি লেখেননি।
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসেন জানিয়েছেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে। প্রাথমিকভাবে সিরাজুম মুনিরা কায়ছানকে সরিয়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
আরও পড়ুন-
https://risingcumilla.com/%e0%a6%b6%e0%a7%87%e0%a6%96-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a7%e0%a7%80%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%98/
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC