এশিয়া কাপ শেষ হলেও আপাতত বিশ্রামের সুযোগ নেই টাইগারদের। কেননা ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ২১ সেপ্টেম্বর থেকে কিউইদের বিপক্ষে লড়াই করতে হবে সাকিব আল হাসানের দলকে।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরে। সিরিজের প্রত্যেকটি ম্যাচ অনুষ্ঠিত হবে দুপুর ১২টায়।
এদিকে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে হেরে এশিয়া কাপ মিশন শুরু করে বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করে সাকিবের দল। সুপার ফোরে তিনটি ম্যাচের মধ্যে কেবল একটিতে জয় পায় বাংলাদেশ।
সুপার ফোরের ম্যাচে শ্রীলংকা ও পাকিস্তানের কাছে হারলেও ভারতের বিপক্ষে দুর্দান্ত এক জয় তুলে নেয় টাইগাররা। জয় দিয়েই এবারের এশিয়া কাপ মিশন শেষ করে বাংলাদেশ দল। এশিয়া কাপ শেষে দেশে ফিরেই ঘরের মাঠে ওয়ানডে সিরিজের জন্য প্রস্তুতি নিতে হবে মিরাজ-মুস্তাফিজদের।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC