শুঁটকির নমুনায় ক্যান্সার সৃষ্টিকারী কীটনাশকের উপস্থিতি ধরা পড়েছে। সম্প্রতি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) এক গবেষণা প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
আজ বুধবার বিএফএসএ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই উদ্বেগজনক গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
গবেষণাটি পরিচালনা করেন বাগেরহাটের বাংলাদেশ চিংড়ি গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আরিফুল ইসলাম।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সংগৃহীত ২৬০টি শুঁটকির নমুনার মধ্যে শতকরা ১৩ ভাগেই মারাত্মক বালাইনাশক (কীটনাশক)-এর অস্তিত্ব পাওয়া গেছে, যা মানবদেহে ক্যান্সারের মতো মারণব্যাধির জন্ম দিতে পারে। নমুনাগুলোতে এন্ডোসালফান সালফেট নামক কীটনাশকের পরিমাণ নির্ধারিত নিরাপদ মাত্রার চেয়ে অনেক বেশি পাওয়া গেছে।
বিশেষজ্ঞরা বলছেন, এই বিষাক্ত শুঁটকি শিশুদের জন্য বিশেষভাবে ঝুঁকিপূর্ণ।
গবেষণা দলটি চট্টগ্রাম, কক্সবাজার, বাগেরহাট এবং নাটোরের চলনবিল অঞ্চল থেকে শুঁটকির নমুনা সংগ্রহ করে পরীক্ষা চালায়। পরীক্ষায় চারটি কীটনাশকের মধ্যে এন্ডোসালফান সালফাইটের উপস্থিতি উদ্বেগজনকভাবে বেশি পাওয়া গেছে।
প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জাকারিয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএফএসএ-এর সম্মানিত সদস্য মো. মোস্তফা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC