
শীত এলেই আলমারি থেকে বের হয় সোয়েটার, মাফলার ও টুপি। দিনের বেলায় হালকা সোয়েটশার্ট যথেষ্ট হলেও সকাল–সন্ধ্যার ঠাণ্ডায় উলের পোশাকই ভরসা। তবে সঠিক পরিচর্যার অভাবে অনেক সময় এসব পোশাকে রোঁয়া ওঠে কিংবা উলের ফ্যাব্রিক পাতলা হয়ে যায়। তাই শীতের পোশাক ব্যবহারের পাশাপাশি নিয়মিত ও সঠিক যত্ন নেওয়া জরুরি।
উলের পোশাক ঘন ঘন ধোয়া একেবারেই ঠিক নয়। এতে উলের স্বাভাবিক গঠন নষ্ট হয়ে যেতে পারে। টানা ৫–৬ দিন ব্যবহারের পর যদি গন্ধ তৈরি হয়, তখন শ্যাম্পু বা মাইল্ড লিকুইড ডিটারজেন্ট ব্যবহার করে ধোয়া যেতে পারে।
ধোয়ার সময় ঠাণ্ডা পানিতে ডিটারজেন্ট মিশিয়ে সোয়েটার ১৫–২০ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর খুব হালকাভাবে চিপে পানি নিংড়ে নিন। এভাবে মাসে ৭–১০ দিন পরপর ধুলেই যথেষ্ট।
পাতলা সোয়েটার চাইলে সপ্তাহে একবার ধোয়া যেতে পারে। তবে মোটা উলের সোয়েটার, জ্যাকেট, চাদর কিংবা কম্বল নিয়মিত ধোয়া সম্ভব নয়। ভালো মানের সোয়েটার বা কোট মাসে একবার অথবা শীত শেষে ড্রাই ক্লিনিং করানো সবচেয়ে নিরাপদ।
যদি কোনো স্থানে দাগ পড়ে, পুরো পোশাক না ধুয়ে স্পট ক্লিনিং করুন। দাগের জায়গায় মাইল্ড লিকুইড ডিটারজেন্ট লাগিয়ে হালকা করে ঘষে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিলেই হবে।
১০–১২ দিন ধোয়া না হলে সোয়েটারে অস্বস্তি তৈরি হতে পারে। সে ক্ষেত্রে ৩–৪ দিন অন্তর হালকা রোদে দিতে পারেন। তবে সরাসরি তীব্র রোদে দেওয়া থেকে বিরত থাকুন, এতে পোশাকের রং নষ্ট হওয়ার আশঙ্কা থাকে।
উলের পোশাক কখনো ঝুলিয়ে রাখবেন না। বরং ভাঁজ করে রাখাই সবচেয়ে ভালো। এতে ফ্যাব্রিকের স্থায়িত্ব বাড়ে এবং পোশাক দীর্ঘদিন ভালো থাকে।
সূত্র: এই সময়










