ফেব্রুয়ারি ২৪, ২০২৫

সোমবার ২৪ ফেব্রুয়ারি, ২০২৫

শিক্ষার্থীরা ছাত্রদলকে প্রত্যাখান করেছে: শিবির সভাপতি

Rising Cumilla - Jahidul Islam
ছবি : সংগৃহীত

ছাত্রলীগের পথ অনুসরণ করে সন্ত্রাসী কায়দায় বিভিন্ন ক্যাম্পাসে দখলদারিত্ব চালাচ্ছে ছাত্রদল। এমন অভিযোগ করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

তিনি বলেন, শিক্ষার্থীরা ছাত্রদলকে প্রত্যাখ্যান করেছে। এটা সহ্য করতে না পেরে শিবিরের সঙ্গে বিরূপ আচরণ করছে সংগঠনটি।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

জাহিদুল ইসলাম বলেন, খুলনায় ছাত্রদলের নেতাকর্মীরা শিবিরের বিরুদ্ধে ‘জবাই’ করার স্লোগান দিয়েছে। কুয়েটের ঘটনায় ছাত্রদল তার কর্মীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে উল্টো ঘটনার দায় শিবিরের ওপর চাপানোর অপচেষ্টা চালিয়েছে।

তিনি আরও বলেন, নিজেরা অন্যদের ওপর হামলা করে উদ্দেশ্য প্রণোদিতভাবে শিবিরের ওপর দায় চাপানোর চেষ্টা করছে। যার প্রবক্তা ছিল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। স্বৈরাচারি, গণহত্যাকারী শেখ হাসিনামুক্ত বাংলাদেশে ফ্যাসিবাদি টুলসগুলো কিছু ছাত্র সংগঠণ ঘোষণা দিয়ে গ্রহণ করেছে।

এসময় সংবাদ সম্মেলন থেকে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানান তারা।