

তরুণদের বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স এবার দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আয়োজন করছে উদ্ভাবন ও প্রযুক্তি–ভিত্তিক কর্মশালা ‘লেভেল আপ উইথ এআই – রিইনভেন্টিং ক্যাম্পাস কানেক্ট ওয়ার্কশপ’। এই কর্মশালার লক্ষ্য শিক্ষার্থীদের হাতে–কলমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও গুগল ক্লাউড প্রযুক্তির বাস্তব অভিজ্ঞতা তুলে দেওয়া।
ঢাকা বিশ্ববিদ্যালয়, ইউল্যাব ও বিইউবিটি দিয়ে শুরু হওয়া এই উদ্যোগ এখন বিস্তৃত হচ্ছে দেশের আরও নানা বিশ্ববিদ্যালয়ে। কর্মশালাগুলোতে অংশগ্রহণকারীরা হ্যান্ডস-অন ডেমো, ইন্টার্যাকটিভ লার্নিং ও বাস্তব উদাহরণের মাধ্যমে এআই প্রযুক্তি সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন। এতে শিক্ষার্থীরা শিখছেন কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের দৈনন্দিন জীবনকে সহজ, সংযুক্ত ও সৃজনশীল করে তুলছে।
প্রতিটি সেশনে শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন গেমিং এক্সপেরিয়েন্সে এবং ইনফিনিক্সের ‘ওয়ান ট্যাপ এআই’–এর মতো আধুনিক ফিচার নিজের হাতে ব্যবহার করে দেখছেন। এসব অভিজ্ঞতার মাধ্যমে তারা বুঝতে পারছেন প্রযুক্তির ভবিষ্যৎ দিকনির্দেশনা এবং এআই–এর ব্যবহারিক প্রভাব।
ইনফিনিক্সের এই উদ্যোগের মূল উদ্দেশ্য তরুণদের হাতে ভবিষ্যতের প্রযুক্তি তুলে দেওয়া। শুধু তত্ত্ব নয়, বরং বাস্তব অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীদের শেখার সুযোগ করে দিতেই ব্র্যান্ডটি সরাসরি ক্যাম্পাসে শিক্ষা ও উদ্ভাবনের এই কার্যক্রম নিয়ে এসেছে। এর ফলে প্রযুক্তি শিক্ষার্থীদের কাছে আরও সহজবোধ্য ও প্রাসঙ্গিক হয়ে উঠছে।
প্রশিক্ষণ চলাকালীন প্রতিটি বিশ্ববিদ্যালয়ে স্থাপন করা হয় ইনফিনিক্স এক্সপেরিয়েন্স বুথ, যা তরুণদের মিলনস্থলে পরিণত হয়। সেখানে ছোট প্রতিযোগিতা, নতুন স্মার্টফোন ফিচার নিয়ে কৌতূহল, ও শিক্ষা–বিনোদনের মিশ্রণে সৃষ্টি হয় এক প্রাণবন্ত ও আনন্দমুখর পরিবেশ।
‘লেভেল আপ উইথ এআই’ কর্মসূচির মাধ্যমে ইনফিনিক্স ক্যাম্পাসকে শুধুমাত্র শিক্ষার স্থান নয়, বরং উদ্ভাবন ও কল্পনার কেন্দ্রবিন্দু হিসেবে তুলে ধরছে।
শিক্ষার্থী ও শিক্ষকদের ইতিবাচক সাড়া পেয়ে ইনফিনিক্স এখন দেশের আরও বেশি বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস কানেক্ট প্রোগ্রাম চালু করার পরিকল্পনা করছে। এর মাধ্যমে তারা প্রযুক্তিতে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে এবং পরবর্তী প্রজন্মের উদ্ভাবকদের হাতে ক্ষমতায়নের বার্তা পৌঁছে দিতে চায়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC