বলিউড বাদশাহ শাহরুখ খান।যাই বাধা আসুক না কেন তা কোনও কালেই পাত্তা দেননি কিং খান। এরকমই এক ঘটনার কথা সম্প্রতি শেয়ার করেছেন তাঁর 'আর্মি' কো-স্টার রবি কিষণ।
আর্মি’ সিনেমায় শাহরুখের সহ-অভিনেতা হিসেবে কাজ করেছিলেন রবি। সেই সিনেমার শুটিং সেটের ঘটনা উল্লেখ করে এই অভিনেতা বলেন, আমরা মেহবুব স্টুডিওতে আর্মির একটি ক্লাইম্যাক্স শুট করছিলাম। শাহরুখের এদিকে ১০৩ ডিগ্রি জ্বর।
ও ওই জ্বর নিয়েও সেটে আসে। ওই সিনেমাতে ও হিরো ছিল না। কোনও বড় চরিত্রও ছিল না ওর। কেমিও চরিত্রে দেখা গিয়েছিল। কিন্তু তা সত্ত্বেও কথার খেলাপ করেনি। সেটা যে ওর ধর্মেই নেই। রবি জানিয়েছেন অক্ষয় কুমারও ওই একই গুণের অধিকারী।
তিনি যোগ করেন, “ওঁরা দু’জনেই অজানা হয়ে প্রয়াত হতে চাননি। ওঁরা মনে করেন এই দুনিয়ায় এসেছি কোনও কারণের জন্য। যখন আমি মারা যাব, তখন যেন সারা বিশ্বের কাছে সেই খবর পৌঁছয়।”
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC