বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন আজ। ৫৮ বছরে পা দিলেন তিনি। সেই মানুষটার জন্মদিন, যাকে সামনাসামনি দেখতে বা একটু ছুঁতে কয়েকশো কিলোমিটার দূর থেকে ছুটে আসেন অনুরাগীরা।
শাহরুখ খানের জন্মদিনে শুভেচ্ছা জানাতে প্রতিবছরই তার বাড়ি মান্নাতের সামনে ভিড় করেন ভক্তরা। এবারও তার ব্যতিক্রম হয়নি।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বুধবার (১ নভেম্বর) রাত থেকেই ভিড় জমেছিল মান্নাতের বাইরে। এমনিতেই এই দুই দিন ভিড় সামলাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে হয় মহারাষ্ট্র সরকারকে। সবাই অপেক্ষায় থাকেন কখন আসবেন শাহরুখ বাড়ির বাইরে। হাত নাড়বেন। অপেক্ষমান জনতার উদ্দেশে ছুঁড়ে দেবেন এক-দুটো চুমু।
রাত বারোটা বাজতে না বাজতেই সে সাধ পূরণ করে দিলেন শাহরুখ খান। মিলিটারি প্রিন্টের ট্র্যাক প্যান্ট সঙ্গে কালো টি শার্ট, মাথায় কালো টুপি পরে এলেন তিনি মন্নতের ব্যালকনিতে। আর ততক্ষণে আনন্দে মাতাল হয়েছে ভক্তকূল। একের পর এক আতসবাজি ফাটানো চলছে। পোস্টার হাতে চিৎকার করছে কেউ কেউ। হাতে থাকা মুঠোফোনগুলো ব্যস্ত শাহরুখ খানকে ক্যামেরাবন্দি করতে।
শোনা যাচ্ছে, ২ নভেম্বর একটি জন্মদিনের পার্টি আয়োজন করেছেন শাহরুখ খান। যার নিমন্ত্রিতের তালিকায় নাম রয়েছে সালমান খান, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট-সহ বড় বড় তারকাদের।
২০২৩ সালে দুটো ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন শাহরুখ খান। জিরো-র ব্যর্থতার পর চার বছরের বিরতি নিয়ে ফিরেই দুটো সিনেমা আনলেন, যা ব্যবসা করেছে ১০০০ কোটির উপরে। চলতি বছরের শুধু নয়, ভারতের বাজারে বলিউডের সর্বাধিক উপার্জিত ছবির তালিকায় ১ নম্বরে জাওয়ান, আর তিন নম্বরে রয়েছে পাঠান। ডিসেম্বরে মুক্তির অপেক্ষায় তাঁর বছরের ৩ নম্বর সিনেমা ডাঙ্কি।
সূত্র: হিন্দুস্তান টাইমস
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC