ছোট পর্দার জনপ্রিয় দুই অভিনয়শিল্পী শামীম হাসান সরকার ও অহনা রহমান। তাদের দু’জনকে ঘিরেই প্রেমের সম্পর্কের খবর ছড়িয়েছে বহুবার।
শোনা যায়, বেশ কিছুদিন আগে অহনা ও শামীমের পরিবার একসঙ্গে দেখা করেছে, সময় কাটিয়েছে। মূলত তখন থেকেই তারা বিয়ে করতে যাচ্ছেন বলে গুঞ্জন ওঠে।
শামীম বলেন, আমাদের দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব রয়েছে। সাক্ষাৎকারে এসব নিয়ে কিছু বলতে চাই না। এটা আমাদের ব্যক্তিগত অভিমত, সবার জানার প্রয়োজন নেই। যখন বিয়ে করব তখন সবাইকে জানিয়েই করব।
অহনার বলেন, ‘ভক্তরা আমাদের একসঙ্গে ছবিতে দেখেছে। আমরা বন্ধু, আমাদের পরিবারের মধ্যে দেখা হয়েছে। কিন্তু কোথাও কি আমরা লিখেছি, আমরা বিয়ে করতে যাচ্ছি। এটা মানুষের কেবলই কল্পনা। আমরা কেউ কখনোই লেখিনি যে, বিয়ে করতে যাচ্ছি।
আমাদের কেউ কি লিখেছে ‘বিয়ে করতে যাচ্ছি, দোয়া করবেন’, এটাও তো মনে পড়ে না। আমরা একসঙ্গে দুই পরিবার দেখা করেছি। ফ্যামিলি ফ্রেন্ডস কি হতে পারে না। শুধু এটাই।’
তিনি আরও বলেন, আমাদের কেউ কি লিখেছে বিয়ে করতে যাচ্ছি, দোয়া করবেন। এটাও তো মনে পড়ে না। আমরা একসঙ্গে দুই পরিবার দেখা করেছি। ফ্যামিলি ফ্রেন্ডস কি হতে পারে না। শুধু এটাই, আর কিছু না।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC