ঢাকাই চলচ্চিত্রের ‘কিং খান’ খ্যাত অভিনেতা শাকিব খানের বিপরীতে অভিনয় করে বর্তমানে ব্যাপক আলোচিত কলকাতার নায়িকা ইধিকা পাল। গত বছর, অর্থাৎ ২০২৩ সালে মুক্তি পাওয়া ঢালিউডের ব্লকবাস্টার হিট ‘প্রিয়তমা’ ছবিতে এই নতুন জুটির রসায়ন দর্শকের মন জয় করে নেয়।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এই নায়িকা জানালেন, সিনেমাটির প্রস্তাব পেয়ে প্রথমে তিনি সেটিকে ‘ভুয়া প্রস্তাব’ বা ‘ফেক কল’ হিসেবে ধরে নিয়েছিলেন।
ইধিকা পাল তাঁর অভিজ্ঞতার কথা বলতে গিয়ে জানান, “তখন আমি সিনেমা করার কথা ভাবছিলাম মাত্র। হঠাৎ করেই অফারটা আসে। শাকিব খানের নাম শুনলেও তার স্টারডম সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। প্রথমদিকে আমার মনে হয়েছিল, কেউ হয়তো মজা করছে।” তবে পরবর্তীতে তিনি বুঝতে পারেন, এটি একটি সত্যি প্রস্তাব। তিনি আরও যোগ করেন, “যে সুযোগটাই আমার কাছে ছিল সবচেয়ে বড় বিষয়। ওখানে (ঢালিউডে) গিয়ে পরিবারের সদস্যের মতো ভালোবাসা পেয়েছি।”
‘প্রিয়তমা’র পর থেকেই ইধিকাকে ঘিরে শুরু হয় নানা গুঞ্জন ও জল্পনা। বিশেষ করে কলকাতার অভিনেতা দেবের সঙ্গে তাঁর সম্পর্কের কথা বিনোদন জগতে ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে তিনি স্পষ্টভাবে জানান, “না, এসব একদমই গুজব। এখন আমার অনেক কাজ করার আছে, আর আমি সেটাতেই মন দিতে চাই।”
গসিপ ও ট্রোল নিয়ে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে ইধিকা বলেন, “সাফল্যের সঙ্গে এগুলো আসবেই। জীবনে সব সময় ভালোই হবে, এমন তো নয়। তাই এগুলো আমি স্বাভাবিকভাবে নেই।”
তিনি বলেন, এসব গুঞ্জন তাঁর ওপর তেমন কোনো প্রভাব ফেলেনি। তাঁর কথায়, “ভালো বা খারাপ, কোনো দিকই পাইনি। এখন আমার ফোকাস শুধু কাজ।”
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC