ফেব্রুয়ারি ১৯, ২০২৫

বুধবার ১৯ ফেব্রুয়ারি, ২০২৫

শাকিব খানকে সামনাসামনি দেখে যা বলেছিলেন প্রভা?

Rising Cumilla - Shakib Khan-Sadia Jahan Prova
ছবি: প্রতিনিধি

ছোটপর্দার আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অভিনয়ের পাশাপাশি মেকআপ আর্টিস্ট হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। প্রশিক্ষণ নিয়েছেন যুক্তরাষ্ট্রের ‘দ্য মেকআপ একাডেমি’ থেকে।

সাম্প্রতিক বছরে বেশিরভাগ সময়ই যুক্তরাষ্ট্রে থাকছেন প্রভা। সম্প্রতি দেশে এসেছেন তিনি। শনিবার (৮ ফেব্রুয়ারি) একটি অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী।

সেখানেই নিজের অভিনয়, ক্যারিয়ার ও ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান প্রসঙ্গেও কথা বলেন।

প্রভা বলেন, ‘শাকিব খানের সঙ্গে একটা ফটোশুট করেছিলাম, তিনি সামনে থেকে দেখতে এত সুন্দর যে, আমি তাকে সরাসরি বলেছিলাম- আপনি অনেক সুন্দর।’

তিনি আরও বলেন, ‘আমার আগে শাকিব খানের কোনো ছবি দেখা হতো না। তবে সবশেষ তার তিনটা ছবি দেখেছি। আর এগুলো দেখে আমি তার ভক্ত হয়ে গেছি।’

শাকিবের কাজের প্রশংসা করে এই অভিনেত্রী আরও বলেন, ‘শাকিব খানের অ্যাফোর্ট আমাকে মুগ্ধ করেছে। বিশেষ করে “রাজকুমার” সিনেমা, যেটা দেখে মনে হয়েছে- শাকিব খান অনেক পরিশ্রম করেছেন।’

ভবিষ্যতে বড়পর্দায় কাজ করতে চান কি না এমন প্রশ্নের জবাবে প্রভা বলেন, ‘বড় পর্দায় কেন যেন আমার ভাগ্য সুপ্রসন্ন হয় না। যতবার আমার কাছে বড়পর্দার কাজের প্রস্তাব এসেছে, কেন জানি কাজটা আর হয়ে ওঠেনি। তাই এখন কিছুই বলতে চাই না। যদি আগামীতে কাজ করা হয়, তখনই বলব।’