টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী-গায়িকা জিনাত সানু স্বাগতা সম্প্রতি একটি ভিডিওতে শাকিব খানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি দাবি করেন, শাকিবের সঙ্গে জুটি বাঁধার জন্য নায়িকা হতে হলে স্ত্রী হতে হবে।
স্বাগতা বলেন, "আমি প্রচুর নাটকে কাজ করেছি। তবে সিনেমায় তেমন কাজ করা হয়নি। শাকিব খান তো অপু বিশ্বাসকে ছাড়া সিনেমা করবেন না। তবুও করলেন কার সঙ্গে? বুবলীর সঙ্গে। দুজনেই তার স্ত্রী। কিন্তু আমি তো আর তার বউ হব না। তার সম্পর্কে খুব বেশি জানি না, তবে প্রোপাগান্ডা শুনি। আপনি যেমন শোনেন আমিও শুনি। ওয়াইফ ছাড়া কেউই শাকিবের সঙ্গে অভিনয়ের সুযোগই পায় না।"
শাকিবের সঙ্গে কাজের সুযোগ না হলেও তাকে পছন্দ স্বাগতার। তার ভাষ্য, "শাকিব খানকে আমার ভালোই লাগে। একটা মানুষ দীর্ঘ সময় ধরে লিড করছে। তার নামে যত যাই বলুক- সে যদি গুণী না হতো, তাহলে এতো বড় ক্যারিয়ার থাকতো না।"
কথা প্রসঙ্গে স্বাগতা বলেন, "আমি যখন ২০০৬ সালে প্রথম সিনেমায় কাজ করি, তখন অনেক কনফিউজড ছিলাম। করব কী করব না এসব ভেবে। মান্না ভাইয়ের বিপরীতে সিনেমায় মৌসুমী আপু ছিলেন। শত্রু শত্রু খেলা। তখন কাটপিস ছিল। হলে গেলে কাটপিস দেখতে হবে এজন্য সিনেমার সঙ্গে যুক্ত হব কিনা তা নিয়ে দ্বিধায় ছিলাম।"
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC