শনিবার ১৩ সেপ্টেম্বর, ২০২৫

শাওমি রেডমি প্যাড ২ এখন বাংলাদেশে

রাইজিং টেক

শাওমি রেডমি প্যাড ২ এখন বাংলাদেশে
শাওমি রেডমি প্যাড ২ এখন বাংলাদেশে/ছবি: মিডিয়া রিলিজ

বাংলাদেশের টেকপ্রেমীদের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে নিয়ে এলো শাওমি রেডমি প্যাড ২। আকর্ষণীয় ডিজাইন ও শক্তিশালী পারফরম্যান্সের পাশাপাশি ক্রিস্টাল ক্লিয়ার ডিসপ্লে, লং-লাস্টিং ব্যাটারি এবং উন্নতমানের অডিও সিস্টেমের কারণে ডিভাইসটি ইতোমধ্যেই টেকপ্রেমীদের নজর কেড়েছে।

রেডমি প্যাড ২ এ রয়েছে ১১ ইঞ্চি আকারের ২৫০০ রেজ্যুলেশনের ডিসপ্লে, যা সমর্থন করে ৯০ হার্জ রিফ্রেশ রেট। ফলে ভিডিও কনটেন্ট দেখা, ভিডিও তৈরি করা কিংবা গেম খেলার সময় ব্যবহারকারীরা পাবেন একদম স্মুথ অভিজ্ঞতা। এছাড়া ডিসপ্লেটি ন্যাচারাল আলোর সঙ্গে সামঞ্জস্য রেখে অটো-ব্রাইটনেস নিয়ন্ত্রণ করে, যা চোখের সুরক্ষা নিশ্চিত করে।

ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে ৯০০০ এমএএইচ ব্যাটারি, যা একবার চার্জ দিলেই সারাদিন নির্ভারভাবে ব্যবহার করা যায়। ফাস্ট চার্জিং সুবিধার কারণে শিক্ষার্থী, কর্মজীবী কিংবা ভ্রমণপ্রেমী সবার জন্যই এটি হতে পারে নির্ভরযোগ্য সঙ্গী।

কোয়াড স্পিকারের আধুনিক অডিও সিস্টেম রেডমি প্যাড ২-কে করেছে আরও আকর্ষণীয়। সিনেমা দেখা, গান শোনা, অনলাইন ক্লাস কিংবা মিটিং—সবকিছুতেই ব্যবহারকারীরা পাবেন বাস্তবসম্মত সাউন্ড অভিজ্ঞতা।

শাওমির এই নতুন প্যাডে রয়েছে মিডিয়াটেক হেলিও জি১০০ আলট্রা প্রসেসর, যা মাল্টিটাস্কিংকে করে তুলেছে আরও দ্রুত ও কার্যকরী। হালকা ওজনের কারণে সহজে বহনযোগ্য এই প্যাডে রয়েছে উন্নত ওয়াই-ফাই ও ব্লুটুথ কানেকটিভিটি, যার মাধ্যমে মাউস, কিবোর্ড কিংবা হেডফোন সহজেই সংযুক্ত করা যায়।

প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যানসহ সাধারণ ফটোগ্রাফির জন্য এতে দেওয়া হয়েছে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

সব মিলিয়ে, শাওমি রেডমি প্যাড ২ একসাথে বিনোদন, পড়াশোনা ও অফিসিয়াল কাজের জন্য হতে পারে আদর্শ একটি ডিভাইস।

আরও পড়ুন