দেশের বাজারে নতুন স্মার্টফোন উন্মোচন করেছে মোবাইল ব্র্যান্ড শাওমি। ‘সময় এখন আমার’ ট্যাগলাইনের সাথে বাজারে আসা এই নতুন মডেলটির নাম রেডমি ১৫সি।
ডিভাইসটিতে থাকছে ৬.৯ ইঞ্চির বড় ডিসপ্লে, যা ১২০ হার্জ রিফ্রেশ রেট সমর্থন করে। ফলে ব্যবহারকারীরা ভিডিও স্ট্রিমিং, কনটেন্ট ভোগ বা গেম খেলার সময় আরও স্মুদ ভিজ্যুয়াল অভিজ্ঞতা পাবেন।
সূর্যের আলোতে অটো ব্রাইটনেস অ্যাডজাস্টমেন্ট এবং চোখের সুরক্ষার জন্য TÜV Rheinland-এর তিনটি সার্টিফিকেশন (লো ব্লু লাইট, সারকাডিয়ান ফ্রেন্ডলি ও ফ্লিকার ফ্রি) যুক্ত হয়েছে এতে।
রেডমি ১৫সি মডেলটিতে রয়েছে ৬০০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি এবং ৩৩ ওয়াট টার্বো চার্জিং সুবিধা।
শাওমির তথ্য অনুযায়ী, মাত্র ৩১ মিনিটে ব্যাটারিটি শূন্য থেকে ৫০ শতাংশ পর্যন্ত চার্জ করা সম্ভব।
পাশাপাশি ১০ ওয়াট রিভার্স চার্জিং সুবিধা থাকায় ডিভাইসটি পাওয়ারব্যাংক হিসেবেও ব্যবহার করা যাবে।
ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৮১ আলট্রা অক্টা-কোর প্রসেসর।
কোম্পানি জানিয়েছে, এটি দৈনন্দিন ব্যবহারে ডিভাইসের পারফরম্যান্স ও এফিশিয়েন্সি বাড়াবে।
ক্যামেরা সেটআপে আছে ৫০ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা, যা দিয়ে স্বল্প আলোতেও পরিষ্কার ছবি তোলা যাবে বলে দাবি করা হয়েছে। এছাড়া ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেলফির জন্য যুক্ত করা হয়েছে।
সিকিউরিটির জন্য ডিভাইসটিতে এআই ফেস লক ও সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। পানি ও ধুলাবালির সুরক্ষায় ডিভাইসটির আইপি৬৪ রেটিং রয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC