'তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থান' দিবস উপলক্ষে কুমিল্লার ১০টি স্কুল ও কলেজে বৃক্ষরোপণ এবং ডাস্টবিন বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে কুমিল্লা কালেক্টরেট স্কুল ও কলেজে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক মো. আমিরুল কায়সার।
অনুষ্ঠানে জানানো হয়, জেলা পরিষদের ব্যবস্থাপনায় কুমিল্লা জেলার মোট ১০টি স্কুল ও কলেজে বৃক্ষরোপণ এবং ডাস্টবিন সরবরাহ করা হয়। পরিবেশ সুরক্ষা ও পরিচ্ছন্নতা বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। একই সাথে, জেলা পরিষদের তত্ত্বাবধানে জেলার তিনটি স্থানে দেয়ালচিত্র অঙ্কন করা হয়।
যা তরুণ প্রজন্মের মধ্যে গণঅভ্যুত্থানের চেতনা ছড়িয়ে দিতে সাহায্য করবে।
এই ব্যতিক্রমী উদ্যোগটি সমাজে একটি ইতিবাচক বার্তা দিয়েছে এবং তরুণদের মধ্যে দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতা বাড়াতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC