মঙ্গলবার ১৩ জানুয়ারি, ২০২৬

শহিদ ওসমান হাদির গ্রাফিতিতে কালো রঙ নিক্ষেপের প্রতিবাদে কুমিল্লায় শিক্ষার্থীদের বিক্ষোভ

রাইজিং কুমিল্লা প্রতিবেদন

Rising Cumilla - Students protest in Comilla against black paint on graffiti of martyr Osman Hadi
শহিদ ওসমান হাদির গ্রাফিতিতে কালো রঙ নিক্ষেপের প্রতিবাদে কুমিল্লায় শিক্ষার্থীদের বিক্ষোভ/ছবি: রাইজিং কুমিল্লা

দেয়ালে অঙ্কিত শহিদ শরীফ ওসমান হাদির গ্রাফিতিতে দুর্বৃত্তদের কালো রঙ নিক্ষেপের প্রতিবাদে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শাখার শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বেলা ১২টায় কুমিল্লা নগরীর কান্দাপাড়া এলাকায় এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে কলেজের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেন।

এর আগে বুধবার (৭ জানুয়ারি) সকালে শিক্ষার্থীরা কলেজের দেয়ালে অঙ্কিত হাদি হত্যার বিচারের দাবিতে লেখা স্লোগান ও প্রতিকৃতির ওপর কালো রঙ নিক্ষেপ করা হয়েছে বলে দেখতে পান। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়।

জানা যায়, গত বছরের ২৭ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শাখার দেয়ালে গ্রাফিতি অঙ্কন করেন শিক্ষার্থীরা।

গ্রাফিতি অঙ্কনকারী শিক্ষার্থী বলেন, ‘আমরা গত ২৭ থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে হাদি ভাইয়ের প্রতিকৃতি অঙ্কন করি। অঙ্কন শেষের চতুর্থ দিন সকালে অসমাপ্ত কাজ শেষ করতে এসে দেখি, হাদি ভাইয়ের মুখ বরাবর লিকুইড কালো রঙ নিক্ষেপ করে নষ্ট করার চেষ্টা করা হয়েছে। এরপর আমরা সর্বোচ্চ চেষ্টা করে পূর্ণাঙ্গ গ্রাফিতি সম্পন্ন করি। আবার রাতের আঁধারে কারা যেন হাদি ভাইয়ের স্লোগান ও প্রতিকৃতিতে রঙ নিক্ষেপ করেছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই।’

তিনি আরও বলেন, ‘ওসমান হাদি সব মতের মানুষের জন্য কথা বলেছেন। প্রশাসনের কাছে দাবি জানাই, সিসিটিভি ফুটেজের মাধ্যমে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।’

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী বলেন, শহিদ ওসমান হাদি হত্যা কাণ্ডের আজকে ২৭তম দিন, কিন্তু এখন সঠিক বিচার হচ্ছেনা। আমরা দিয়ালে গ্রাফেটি করেছি, কিন্তু সেগুলুতে একপক্ষ শেগুলোতে কালি দিচ্ছে। ঐ সকল লোককে বিচারের আওতায় আনা হোক।

আরও পড়ুন