
বিনোদন ডেস্ক
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ শুটিং চলাকালীন এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন। তার নতুন সিনেমা মালিক-এর একটি অ্যাকশন দৃশ্য ধারণের সময় শরীরে আগুন লেগে যায়। ঘটনাটি ঘটে ঢাকা শহরের বাইরে এক নির্জন ও গোপন লোকেশনে, যেখানে সিনেমাটির শুটিং চলছিল সম্পূর্ণ গোপনে।
তবে শুটিংয়ের সেই ঝুঁকিপূর্ণ দৃশ্যের একটি অংশ ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা সিনেমাটির গোপনীয়তা ভেঙে দিয়েছে এবং আলোচনার জন্ম দিয়েছে দর্শক মহলে।
সূত্র জানায়, দৃশ্য অনুযায়ী শুভর শরীরের নিচের অংশে নিয়ন্ত্রিতভাবে আগুন জ্বালানোর কথা ছিল। দৃশ্যটির জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হলেও ক্যামেরা ঘোরার পর পরিস্থিতি হঠাৎই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আচমকা আগুন শুভর পায়ে লেগে যায় এবং দ্রুত ছড়িয়ে পড়তে থাকে।
শুভ প্রথমে নিজেই আগুন নেভানোর চেষ্টা করেন। পরিস্থিতি সামাল দিতে গিয়ে তীব্র তাপের কারণে তিনি ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান। এরপর ইউনিটের সদস্যরা দ্রুত এগিয়ে এসে আগুন নিভাতে সক্ষম হন। যদিও আগুন নিয়ন্ত্রণে আসে, তবে শুভর পায়ে গুরুতর দগ্ধচিহ্ন পড়ে।
দুর্ঘটনার পর সিনেমার পরিচালক সাইফ চন্দন শুটিং বন্ধ করার সিদ্ধান্ত নেন। তবে সব আশঙ্কা উপেক্ষা করে শুভ নিজেই শুটিং চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি পুনরায় ক্যামেরার সামনে দাঁড়িয়ে সেদিনের শুটিং শেষ করেন।
বর্তমানে পায়ে ক্ষত নিয়েই তিনি শুটিং চালিয়ে যাচ্ছেন। সিনেমার কাজ শেষ করার জন্য আপ্রাণ চেষ্টা করছেন এবং শারীরিক কষ্টের মাঝেও পেশাদারিত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে পরিচালক সাইফ চন্দন আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে একাধিক সূত্র জানিয়েছে, সিনেমাটির কাজ তড়িঘড়ি না করেই সম্পন্ন করতে শুভ যে মানসিক দৃঢ়তা ও দায়িত্ববোধ দেখিয়েছেন, তা ইউনিটের সবার কাছে প্রশংসিত হয়েছে।
আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে অ্যাকশনধর্মী সিনেমা 'মালিক'। এই সিনেমায় আরিফিন শুভর বিপরীতে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম-কে। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC