
শিক্ষার্থীদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে ‘চৌকস প্রতিযোগিতা’ ও পুরস্কার বিতরণীর আয়োজন করেছে শরীয়তপুর ছাত্রকল্যাণ সংস্থা।
সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় শরীয়তপুর সদর উপজেলায় শরীয়তপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে শরীয়তপুর ছাত্রকল্যাণ সংস্থা’র সভাপতি মো. হানিফ বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রউফ, ইন্সট্রাক্টর মোহাম্মদ হেদায়েত উল্যাহ। এছাড়া সংগঠনের সাধারণ সম্পাদক মো. পারভেজ সরদার, মো. রিমন হাসান, সুজন, জাহিদ, বোরহান, তাকিয়া, রিম্পা, শিশির ও মশিউর প্রমুখ উপস্থিত ছিলেন।
মো. হানিফ বেপারী বলেন, চৌকস প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মেধা, দক্ষতা ও যোগ্যতা যাচাই করার সুযোগ পায়। শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তাধারা বিকাশে সহায়তা ও আত্মবিশ্বাস তৈরি করে। আমরা জেলাব্যাপী এই মেধা প্রতিযোগিতার কার্যক্রম অব্যাহত রাখবো।
উল্লেখ্য, চৌকস মেধা প্রতিযোগিতায় দশম শ্রেণির অর্ধশত শিক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে তিন জন বিজয়ী হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়