আন্তর্জাতিক বাজারে পাম তেলের দাম কমায় এর খুচরা মূল্য কমিয়ে দিয়েছে সরকার। এখন থেকে প্রতি লিটার পাম তেল ১৯ টাকা কমে ১৫০ টাকায় বিক্রি হবে। এর আগে পাম তেলের দাম ছিল ১৬৯ টাকা।
মঙ্গলবার (১২ আগস্ট) বাণিজ্য সচিব মাহবুবুর রহমান সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই নতুন দামের ঘোষণা দেন।
বাণিজ্য সচিব জানান, যেহেতু আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম এখনো কমেনি, তাই এখনই সয়াবিন তেলের দাম কমানো সম্ভব হয়নি। তবে দেশে ব্যবহৃত ভোজ্য তেলের প্রায় ৬০ শতাংশই পাম তেল, তাই এর দাম কমানোর ফলে সাধারণ মানুষ উপকৃত হবে।
এ সময় সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন এবং বাণিজ্য মন্ত্রণালয় ও বিভিন্ন খাতের ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। এই পদক্ষেপ দেশের সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দেবে বলে আশা করা হচ্ছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC