আজ ৫ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা আনুমানিক ৭:৩০ ঘটিকায় লালমাই উপজেলার আটিটি বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্টের কার্যক্রমে ভুয়া ডাক্তার পদবি ব্যবহার করে চিকিৎসা কার্যক্রম পরিচালনার অপরাধে এক ব্যক্তিকে মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ অনুযায়ী ২০,০০০ (বিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া ভোক্তাদের সাথে প্রতারণামূলক সেবা প্রদান করে ঔষধ ব্যবসা পরিচালনার অপরাধে এক ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট জনাব রিয়াজুল ইসলাম এবং লালমাই থানা পুলিশ।
উপজেলা প্রশাসন, লালমাই জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC