কুমিল্লার লালমাই উপজেলার ভুলইন উত্তর ইউনিয়নের বড়তুলা উত্তর এলাকায় মাদক সেবনের দায়ে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৬ এপ্রিল) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৯ (১) গ ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই দণ্ড প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত যুবক সোহরাব হোসেনের বয়স ২৯ বছর।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লালমাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তার।
অভিযানে লালমাই থানা পুলিশের একটি টিম সহায়তা প্রদান করে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকদ্রব্যের বিরুদ্ধে মোবাইল কোর্টের এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC