বাংলাদেশের ইতিহাসে স্বর্ণের ভরির দাম নতুন রেকর্ড করেছে। ভরিতে দাম বাড়ানো হয়েছে ৭৬৯৮ টাকা। স্বর্ণের ভরির নতুন এ দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
গতো (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) স্বর্ণের ভরির দাম এক ধাপ বাড়িয়ে শনিবার (১৮ মার্চ) ২২ ক্যারেটের ভরি বিক্রি হয়েছে ৯১ হাজার ৯৬ টাকায়। আবারো (১৪ জানুয়ারি) স্বর্ণের ভরির ২ হাজার ৬৮৩ টাকা বেড়ে হয় ৯৩ হাজার ৪২৯ টাকা।
আবারো (৪ ফেব্রুয়ারি) স্বর্ণের ভরির দাম কিছুটা কমে যা ৯০ হাজার এর ঘরেই থেকে যায়। আজ (১৮ মার্চ) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের ভরির দাম ৭৬৯৮ টাকা বাড়িয়ে ৯৮ হাজার ৭৯৪ টাকা নির্ধারণ করেছে।
আগামী (১৯ মার্চ) রোববার থেকে সারা দেশে প্রতি ভরি ২২ ক্যারেটের সোনা বিক্রি হবে ৯৮ হাজার ৭৯৪ টাকা। এছাড়া ২১ ক্যারেট সোনা বিক্রি হবে ৯৪ হাজার ৩০৩ টাকা, ১৮ ক্যারেট এর সোনা বিক্রি হবে ৮০ হাজার ৮৩২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা বিক্রি হবে ৬৭ হাজার ৩০১ টাকা দরে।
তাছাড়াও সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC