লাকসাম উপজেলা প্রশাসনের উদ্যোগে বাইপাস সড়কের একটি ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ ২০২৫) অভিযানে ঔষধ ও কসমেটিকস আইন-২০২৩ এবং অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন-১৯৫৬ অনুযায়ী মোট ৭টি মামলা দায়ের করা হয়।
এর মধ্যে ৬টি মামলায় ৭৫,০০০ টাকা এবং ১টি মামলায় ১০,০০০ টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় আইন লঙ্ঘনকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC