আগামী ১ ও ২ নভেম্বর যুক্তরাজ্যের রিচমন্ডে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন কুমিল্লার তরুণ কারাতেকা মোফাজ্জল মাহিন চৌধুরী। এটি বাংলাদেশের ক্রীড়া জগতে এক গর্বের মুহূর্ত।
এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিশ্বের মোট ১৬টি দেশের সাত শতাধিক খেলোয়াড় অংশ নেবেন। যেখানে বাংলাদেশের একমাত্র নির্বাচিত খেলোয়াড় হিসেবে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন কুমিল্লা জেলার সন্তান মোফাজ্জল মাহিন চৌধুরী। তিনি 'দ্য রয়েল কারাতে-দো অ্যাসোসিয়েশন'-এর সভাপতির দায়িত্বেও রয়েছেন।
সোমবার (২০ অক্টোবর) বিকেলে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সেখানেই খেলোয়াড় মোফাজ্জল মাহিন চৌধুরী নিজের অনুভূতি প্রকাশ করেন।
তিনি বলেন, "লন্ডনের আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশের একমাত্র অংশগ্রহণকারী হিসেবে সুযোগ পেয়ে আমি অত্যন্ত গর্বিত। দেশের পতাকা বিদেশের মাটিতে উড্ডয়ন রাখতে সর্বোচ্চ চেষ্টা করবো।"
তরুণ এই কারাতেকা এর আগেও আন্তর্জাতিক স্তরে নিজের দক্ষতা প্রমাণ করেছেন। মাহিন জানান, তিনি এর আগে ভারতের এশিয়ান চ্যাম্পিয়নশিপসহ একাধিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে ১২টি আন্তর্জাতিক স্বর্ণপদক অর্জন করেছেন। আন্তর্জাতিক পদকের পাশাপাশি জাতীয় ও আন্তঃজেলা পর্যায়েও তিনি অসংখ্য পদক লাভ করেছেন। ভবিষ্যতে তিনি আন্তর্জাতিক মানের মার্শাল আর্ট প্রশিক্ষক হওয়ার স্বপ্ন দেখেন।
দেশের জন্য আরও সাফল্য বয়ে আনতে এই তরুণ খেলোয়াড় দেশবাসীর কাছে দোয়া ও শুভকামনা কামনা করেছেন।
সংবাদ সম্মেলনে মোফাজ্জল মাহিন চৌধুরী ছাড়াও ‘দ্য রয়েল কারাতে-দো অ্যাসোসিয়েশন’-এর সিনিয়র সহ-সভাপতি কামাল উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মো. একরামুল হক, সহকারী যুগ্ম সম্পাদক কাউসার আকাশসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC