রবিবার ২৬ অক্টোবর, ২০২৫

লজ্জা নয়, নতুন করে সম্পর্ক শুরু করার জন্য যা প্রয়োজন—জানালেন শবনম ফারিয়া

বিনোদন ডেস্ক

Rising Cumilla -Sabnam Faria
শবনম ফারিয়া/ছবি: ফেসবুক

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। টেলিভিশন বিজ্ঞাপনের মাধ্যমে মিডিয়া জগতে পা রাখা এই তারকা ২০১৩ সালে ‘অল টাইম দৌড়ের উপর’ নাটকের হাত ধরে অভিনয় জীবন শুরু করেন। এরপর থেকে একের পর এক জনপ্রিয় নাটক ও টেলিফিল্মে অভিনয় করে দর্শক হৃদয়ে অবস্থান তৈরি করেছেন শবনম ফারিয়া।

সম্প্রতি তৃতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন শবনম ফারিয়া। এই বিয়ের পর সামাজিক মাধ্যমে শুরু হওয়া আলোচনা-সমালোচনার মাঝে তিনি একটি আবেগঘন পোস্ট দিয়েছেন। তিনি স্পষ্ট মন্তব্য করেছেন যে, “একটি সম্পর্ক ভেঙে যাওয়ার পর আবার নতুন করে ভালোবাসা, বিশ্বাস ও আস্থা স্থাপন করাটা ‘বিশাল সাহসের ব্যাপার।” ফারিয়ার মতে, এর জন্য শক্তি লাগে, লজ্জা নয়।

গত শনিবার (২৫ অক্টোবর) দেওয়া ওই পোস্টে শবনম ফারিয়া লেখেন, “কেউই এই ভেবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন না যে, একদিন এই সম্পর্কের ইতি ঘটবে। ভালোবাসা, ধৈর্য আর আশা নিয়ে আমরা সবাই চেষ্টা করি যেন সম্পর্কটা টিকে থাকে। আমরা যতই শক্তিশালী, শিক্ষিত বা সফল হই না কেন, আমাদের মন চায় সম্পর্কটা আঁকড়ে ধরতে (যদি না এর মাঝে কোনো বিশ্বাসঘাতকতা থাকে)।”

এরপর তিনি আরও যোগ করেন, “যারা একাধিকবার বিয়ে করেছেন তারা তাদের অতীত নিয়ে গর্ব করেন না। একটা সম্পর্ক ভাঙার পর আবার নতুন করে ভালোবাসা, বিশ্বাস ও আস্থা রাখা ‘বিশাল সাহসের ব্যাপার’। নতুন করে সম্পর্ক শুরু করার জন্য শক্তি লাগে, লজ্জা নয়।”

অনুরাগীদের উদ্দেশ্যে ফারিয়া আহ্বান জানিয়েছেন, “দয়া করে কাউকে বিচার করবেন না, গুজব ছড়াবেন না। কটু কথা বলবেন না। কারণ, আপনি জানেন না একজন মানুষ হাসিমুখে উঠে দাঁড়াতে কত কঠিন লড়াই করেছেন।”

নেটিজেনদের প্রতি আরও সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি লিখেছেন, “কথায় হোন কোমল, আচরণে রাখুন দয়া। কারণ জীবন কাউকেই ছাড় দেয় না। আর আগামীকাল কী অপেক্ষা করছে তা কেউ জানে না।”

আরও পড়ুন